ক্রীড়া ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

মাহমুদউল্লাহ বোল্টের শাস্তি

এমনিতেই হার। তার ওপর শাস্তি পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ওয়ানডের ম্যাড়মেড়ে ম্যাচে মেজাজ হারানোর দায়ে কাঠগড়ায় বাংলাদেশি অলরাউন্ডার। তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। শুধু তিনিই নন, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টেরও জরিমানা হয়েছে। আচরণবিধি ভঙ্গের দায়ে তার ম্যাচ ফির ১৫ শতাংশ কর্তন করা হয়েছে। দুজনই নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় ম্যাচ শেষে আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

গত ম্যাচে আউট হয়ে সাজঘরে যাওয়ার পথে সীমানার পাশে থাকা বেড়ায় ব্যাট দিয়ে আঘাত করেছিলেন মাহমুদউল্লাহ। ওদিকে ভিন্ন দুটি ঘটনায় বোলিংয়ের সময় অশালীন ভাষা ব্যবহার করতে শোনা গেছে বোল্টকে। দুটোই আইসিসির আচরণবিধি অনুযায়ী প্রথম পর্যায়ের অপরাধ। এ কারণে দুজনকে একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভেঙেছেন মাহমুদউল্লাহ, যেখানে আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সামগ্রী, পোশাক, মাঠের উপকরণ ক্ষতিগ্রস্ত করার ব্যাপারে সতর্ক করা হয়েছে। আর বোল্ট ২.৩ ধারা ভেঙেছেন, যেখানে আন্তর্জাতিক ম্যাচে কোনো বাজে শব্দ ব্যবহার করার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close