ক্রীড়া ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

মামলা হলো পান্ডিয়ার নামে

কয়েকদিন আগে নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য করে দলে নিষিদ্ধ হোন হার্দিক পান্ডিয়া লোকেশ রাহুল। পরে নিষেধাজ্ঞা কাটিয়ে দলেও ফিরেছেন। কিন্তু ঝামেলা এখনো শেষ হয়নি তাদের। জোধপুরে পান্ডিয়া ও রাহুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধু তাই নয়, নারীদের অবমাননাকর মন্তব্যের দায়ে এ মামলায় তাদের সঙ্গে নাম লেখা হয়েছে করণ জোহরেরও।

করণ জোহরের ‘কফি উইথ করণ’ টিভি শোতে নারী বৈষম্যমূলক মন্তব্য করায় পান্ডিয়া ও রাহুলের ওপর খেপেছেন ভারতবাসী।

পরিস্থিতি সামাল দিতে দুই ক্রিকেটারকে দেশে ডেকে পাঠিয়েছিল বিসিসিআই। অবশেষে ২৪ জানুয়ারি তাদের নিষেধাজ্ঞা তুলে নেয় বোর্ড। এ ব্যাপারে প্রশাসক কমিটি (সিওএ) জানিয়েছিল, যেহেতু একজন নিরপেক্ষ বিচারকের অধীনে সব অভিযোগ খতিয়ে দেখা হবে এবং সেটা সুপ্রিম কোর্টের প্রধান নির্বাচক নিয়োগ দেবেন, আপাতত দুই ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। বিসিসিআই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় অনেকেই ক্ষিপ্ত হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close