ক্রীড়া ডেস্ক

  ২৭ ডিসেম্বর, ২০১৮

ক্রাইস্টচার্চ টেস্টে উথালপাথাল এক দিন

ক্রাইস্টচার্চ টেস্টে এক দিনেই পতন হয়েছে ১৪ উইকেট। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার পেসারদে বাউন্সে কুপোকাত হয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড গুটিয়ে গেছে ১৭৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান আসে বোলার টিম সাউদির ব্যাটে। সফরকারী বোলার সুরেঙ্গা লাকমল নিয়েছেন ৫ উইকেট। ব্যাট করতে নেমে লঙ্কানদেরও খাদে ঠেলে দিয়েছে কিউইরা। স্কোরবোর্ডে ৫১ রানে যোগ হতেই ৪ উইকেট হারিয়েছে লঙ্কানরা। শেষ পর্যন্ত অ্যাঞ্জেলো ম্যাথুজের (২৭) ব্যাটিং দৃঢ়তায় ৮৮ রান তুলেছে সফরকারী দল। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা পিছিয়ে আছে ৯০ রানে। অনবদ্য ব্যাটিংয়ের পর বোলিংয়েও উজ্জ্বল সাউদি। নিয়েছেন ৩ উইকেট।

শ্রীলঙ্কা টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে ভুল করেনি। শুরু থেকেই লাকমাল ও লাহিরু কুমারা রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেন কিউইদের ওপর। দলীয় ১৬ রানে জিৎ রাভালকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন লাকমল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কিউইরা স্কোরবোর্ডে ৬৪ রান তুলতেই হারিয়ে ফেলে ৬ উইকেট। শতরানের নিচে আউট হওয়ার শঙ্কায় থাকা স্বাগতিকদের শেষ পর্যন্ত উদ্ধার করেন সাউদি। সপ্তম উইকেটে ১০৮ রানের বড় এক জুটিতে দলকে বড় লজ্জা থেকে বাঁচান সাউদি ও বিজে ওয়েটলিং। ৬৫ বলে ৬ চার আর ৩ ছক্কায় ৬৮ রানের এক মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাউদি। আর ৯০ বলে ৪ বাউন্ডারিতে ওয়েটলিং করেন ৪৬ রান। ৫৪ রানে ৫টি উইকেট নেন লাকমাল। ৩টি উইকেট শিকার লাহিরু।

১৭৮ রানে নিউজিল্যান্ডকে গুটিয়ে লঙ্কানরাও পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। সাউদির বোলিং তোপে ২১ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। কুশল মেন্ডিস আর ম্যাথুজ কিছুটা দেয়াল তুলেছিলেন। কিন্তু ব্যক্তিগত ১৫ রানে গ্রান্ডহোমের বলে সাজঘরে ফিরেন মেন্ডিস। রোশন সিলভাকে (১৫*) নিয়ে শেষ বিকেলটা সামাল দিয়েছেন ম্যাথুজ।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ১ম ইনিংস : ১৭৮ (টেইলর ২৭, ওয়াটলিং ৪৬, সাউদি ৬৮; লাকমল ৫/৫৪, কুমারা ৩/৪৯, পেরেরা ১/১৩)

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩২ ওভারে ৮৮/৪ (মেন্ডিস ১৫, ম্যাথুজ ২৭*, সিলভা ১৫*; সাউদি ৩/২৯,

ডি গ্র্যান্ডহোম ১/১৯)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close