ক্রীড়া ডেস্ক

  ১২ ডিসেম্বর, ২০১৮

যুক্তরাষ্ট্রে খেলবে না বার্সেলোনা

চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রে একটি করে ঘরোয়া ম্যাচ খেলার কথা ছিল স্প্যানিশ লা লিগার বড় ক্লাবগুলোর। লা লিগার ম্যাচ কেন বিদেশে হবে তা নিয়ে সমালোচনামুখর ছিল সবাই। যুক্তরাষ্ট্রে না খেলার কথাটা আগেই জানিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার চির প্রতিদ্বন্দ্বীদের পদাঙ্ক অনুসরণ করল বার্সেলোনাও। ২৬ জানুয়ারি মিয়ামিতে জিরোনার বিপক্ষে খেলার কথা ছিল কাতালানদের। তবে সবার মতানৈক্যের কারণে ম্যাচটি বাতিল করেছে কাতালানরা।

স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ) এবং খেলোয়াড়দের ইউনিয়নও (এএফই) প্রতিবাদ করে আসছিল যুক্তরাষ্ট্রে ম্যাচ না খেলার। এবার তাদের সঙ্গে গলা মিলিয়ে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সা জানায়, ‘আমরা রাজি হয়েছি ম্যাচটি বাতিল করতে। পক্ষের সঙ্গে চুক্তি না হওয়ার পর্যন্ত এই প্রকল্পটি সফলতার মুখ দেখবে না।’

লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজন করতে হলে উয়েফা, ইউএস সকার এবং কনকাফেরসহ আরো কয়েকটি ফুটবল লিগ আয়োজক কমিটির অনুমোদন নিতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close