ক্রীড়া ডেস্ক

  ০৯ ডিসেম্বর, ২০১৮

চিলওয়েলের ইচ্ছা

ক্লাব ফুটবলে এখনো অপরিচিত নাম বেন চিলওয়েল। ইংলিশ প্রিমিয়ার লিগে ইডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন বা হ্যারি কেনদের আলোতে কেইবা মনে রাখবে এই লেস্টার সিটি ফুলব্যাককে। তার মধ্যে নিজ দলেই আছে কিং পাওয়ারের আরেক তারকা জেমি ভার্ডি। তবে গত সেপ্টেম্বরেই ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের দরে ডাক পাওয়ার পর থ্রি লায়নসদের অন্যতম ভরসা হয়ে উঠেছে চিলওয়েল। ২১ বছর বয়সী ফুলব্যাকের ইচ্ছেটাও আকাশছোঁয়া। চিলওয়েল ইচ্ছে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় হওয়া। দ্য ফক্সেস তারকা জানালেন, ‘আমি ইংল্যান্ডের সেরা খেলোয়াড় হতে চাই।’ জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকে ইংল্যান্ডের সর্বশেষ পাঁচ ম্যাচে রক্ষণ সামলেছেন চিলওয়েল। প্রথম ম্যাচে খেলেছিলেন সুইজারল্যান্ডের বিপক্ষে। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে চিলওয়েল বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ইংল্যান্ড দলে খেলে যেতে চাই। ইংল্যান্ডের সর্বকালের সেরা লেফটব্যাক হতে চাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close