ক্রীড়া ডেস্ক

  ১৪ নভেম্বর, ২০১৮

লা লিগার সেরা খেলোয়াড় মেসি

চলতি মৌসুমে এখনো কোনো শিরোপা জিতেননি। এখন পর্যন্ত নিজের হাতেও উঠেনি কোনো পুরস্কার। দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ষষ্ঠবারের জন্য ব্যালন ডি’অর টাও হয়তো অধরা রয়ে যাবে চলতি মরশুমে। তবে ব্যালন ডি’অর অধরা থাকলেও অষ্টমবারের জন্য লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি।

তিন সপ্তাহের চোট সারিয়ে সদ্য মাঠে ফিরেছেন ৩১ বছর বয়সী আর্জেন্টাইন ফরওয়ার্ড। মাঠে ফিরে জোড়া গোল করলেও ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসের কাছে হার এড়াতে পাড়েনি তার ক্লাব বার্সেলোনা। যদিও ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষেই কাতালান ক্লাবটি। তবে বার্সার ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে সেভিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ, আলাভেসের মতো দলগুলো। লা লিগার প্রতিযোগিতা যে দিন দিন বেড়ে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

গত মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন মেসি। ৯ গোল করে এবারও শীর্ষে আছেন এই বার্সা ফরওয়ার্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close