ক্রীড়া ডেস্ক

  ০৮ নভেম্বর, ২০১৮

ক্ষুব্ধ পিএসজি প্রেসিডেন্ট

গত সপ্তাহেই উয়েফার অনিয়ম নিয়ে বোমা ফাটিয়েছিল ফুটবল লিকস নামের একটি সংস্থা। সংস্থাটি দাবি করেছিল, আর্থিক অনিয়ম চাপা দিতে ম্যানচেস্টার সিটি ও পিএসজিকে সহায়তা দিয়েছিল ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। সবার অজ্ঞানে মিশেল প্লাতিনি ও জিওভান্নি ইনফান্তিনোর নেতৃত্বে ইউরোপের এই দুই ক্লাব নিজেদের আর্থিক অসচ্ছলতা ঢাকা দিয়েছিল। কিন্তু ম্যানসিটি ও পিএসজি ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম ভাঙলের শাস্তি পাননি। তবে কাল ফুটবল লিকসের সব অভিযোগ অস্বীকার করেছেন পিএসজির মালিক নাসের আল খেলাইফি।

পিএসজি প্রেসিডেন্ট খেপে গিয়েই আরএমসি স্পোর্টসকে বলেন, ‘আমি সব সময় ফুটবল সংস্থাগুলোর নিয়মনীতি মেনে আসছি।’ নাপোলির বিপক্ষে পিএসজির ১-১ গোলের ড্রয়ের পরই সংবাদ সম্মেলনে এই কথা জানান খেলাইফি। ফুটবল লিকসের অভিযোগে তিনি

আরো বলেন, ‘সততার সঙ্গে বলি, আমি এসব নিয়ে ভাবি না। এটা সম্পূর্ণ আবর্জনা।’

খেলাইফি সমালোচনা করেছেন পরশুর ম্যাচ রেফারিদেরও। রেফারির কারণেই পিএসজি গত দুই ম্যাচে পয়েন্ট খুইয়েছে জানান তিনি। নাপোলির বিপক্ষে পিএসজির একটি নিশ্চিত পেনাল্টি দেয়নি রেফারি। তার জন্য অতিসত্বর চ্যাম্পিয়নস লিগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দাবি করেন খেলাইফি। তিনি বলেন, ‘আমাদের বাকি দুই ম্যাচেই নকআউট পর্বে যাওয়ার জন্য জিততে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close