ক্রীড়া ডেস্ক

  ২৪ অক্টোবর, ২০১৮

‘রোনালদো-মেসির পথে এমবাপ্পে’

কিলিয়ান এমবাপ্পে বিশ্ব ফুটবলের নতুন ‘বিস্ময়’। দুর্দান্ত নৈপুণ্যে ফুটবল বিশ্বকে চমক দেখাচ্ছেন এই ফরাসি সেনসেশন। তার পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনার সাবেক তারকা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই তারকাও হাঁটছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পথে, এমনটাই মনে করেন সাবেক বার্সা তারকা লুডোভিচ জিউলি।

এমবাপ্পে বর্তমান বিশ্বসেরা তরুণ ফুটবলার। গত দুই মৌসুমে তিনি তা প্রমাণ করেছেন। ফ্রেঞ্চ লিগ ওয়ানে জিতেছেন ব্যাক টু ব্যাক শিরোপা। এ ছাড়া গত জুলাইয়ে ফ্রান্সের রাশিয়া বিশ্বকাপ জয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। এমবাপ্পে যে বড় মাপের ফুটবলার হতে চলেছেন সেটা এখনই বলে দিলেন জিউল। ওমনিস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এমবাপ্পেকে সত্যি সম্মান জানাতে হয়। সে যেভাবে খেলে দুর্দান্ত। এমবাপ্পে আগামীদিনের রোনালদো কিংবা মেসি হতে পারে। কারণ এই মুহূর্তে ও সঠিক পথেই আছে।’

রোনালদো-মেসি যুগের অবসান ঘটিয়ে এবার ব্যালন ডি’অর এমবাপ্পে জিততে পারেন বলে মনে করছেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার। তিনি বলেন, ‘ব্যালন ডি’অরের তালিকায় অনেক খেলোয়াড় রয়েছে। তবে আমি চাইব যাতে ব্যালন

ডি’অর এমবাপ্পের হাতে ওঠে। অ্যান্টনি গ্রিজম্যানও এটা জেতার সামর্থ্য রাখেন।’

পিএসজির আক্রমণভাগে এমবাপ্পের সঙ্গী নেইমার। এ দুজনের রসায়ন বিশ্বের যেকোনো রক্ষণদুর্গকে গুঁড়িয়ে দিতে পারে বলে মনে করছেন জিউলি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close