ক্রীড়া ডেস্ক

  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

অ্যান্টিকরাপশনে নারী ম্যানেজার

ক্রিকেটের অভিভাবক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রথমবারের মতো অ্যান্টি করাপশন ইউনিটে নারী ম্যানেজার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল এ তথ্য জানিয়েছেন।

ধর্মভীর যাদভের ছেড়ে দেওয়া পদে নিয়োগ দেওয়া হবে নারী ম্যানেজার। নিয়োগ দেওয়ার আগে এ নারীর পরিচয় জানাতে রাজি হননি অ্যালেক্স। তবে নিশ্চিত করেছেন প্রথমবারের মতো আইসিসির অ্যান্টি করাপশনে নারী ম্যানেজার হিসেবে নিয়োগ পাবেন ভারতীয় নাগরিক।

অ্যালেক্স বলেন, ‘এখনই আমরা সে নারীর পরিচয় জানাচ্ছি না। চুক্তি স্বাক্ষর হওয়ার পর পরিচয় জানানো হবে। শিগগিরই সে কাজ শুরু করবে।’ ধর্মভীরের স্থানে যোগ দেওয়া নারী বীর সিং যাদভ, অ্যারি ডি বিয়ার, জন রোডস, পিটার ওশিয়া ও রিক রেয়নল্ডসের সঙ্গে কাজ করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close