ক্রীড়া ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

লা লিগার সমালোচনায় ফিফা প্রেসিডেন্ট

চলতি মৌসুম থেকে কিছু ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের পরিকল্পনা করেছে স্প্যানিশ লা লিগার কর্তৃপক্ষ। এ নিয়ে কয়েকটি ক্লাব বিশেষ আপত্তি জানিয়ে আসছে। এবার সেই আগুনে ঘি ঢেলেছেন খোদ ফিফা প্রেসিডেন্ট জিওভান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি মার্কিন মুলুকে লা লিগার আয়োজনের সমালোচনা করে বলেন, ‘ঘরোয়া ম্যাচ বিদেশের মাটিতে খেলা উচিত নয়।’ এবার বার্সেলোনা বনাম জিরোনার একটি ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের কথা রয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, ২৬ জানুয়ারি। তবে তা নিয়ে কিছুটা নাখোশ ইনফান্তিনো। তিনি বলেন, ‘আমি মনে করি যুক্তরাষ্ট্রে লা লিগার ম্যাচ দেখার চেয়ে আমি এমএলএস লিগের দুর্দান্ত একটি ম্যাচ দেখার পক্ষপাতী। ফুটবলে, প্রধান বিষয় হচ্ছে, ঘরের খেলা ঘরের মাঠে আয়োজন করা ভালো, বিদেশের মাটিতে ঘরের খেলা জমে না।’

তবে ইনফান্তিনোর প্রসঙ্গ টেনে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবেজ বলেন, ‘ফিফা প্রেসিডেন্টকে আমি মনে করিয়ে দিতে চাই, এমএলএস লিগে বর্তমানে কানাডার তিনটি দল টরোন্টো, মন্ট্রিয়েল ও ভ্যানকুয়েভারও অংশগ্রহণ করে আসছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close