ক্রীড়া ডেস্ক

  ৩১ আগস্ট, ২০১৮

বার্সার সঙ্গে নতুন চুক্তি চান রাকিটিচ

নতুন মৌসুম উপলক্ষে ইভান রাকিটিচকে দলে ভিড়াতে চেয়েছিল ফ্রেঞ্চ লিগের ক্লাব পিএসজি। কিন্তু রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত খেললেও পুরনো ঠিকানা বার্সেলোনাকে ছাড়েননি ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। তবে চলতি মৌসুমে বার্সার সঙ্গে নতুন চুক্তিতে আসতে চান রাকিটিচ। চুক্তির কারণ তার বেতন বাড়ানো। কারণ পিএসজি ৩০ বছর বয়সী মিডফিল্ডারকে পার্ক দ্য প্রিন্সেসে নিয়ে আসার জন্য প্রস্তাব দিয়েছে বিশাল অঙ্কের টাকা। তবে টাকার চেয়ে রাকিটিচের লক্ষ্য বার্সার হয়ে ক্যারিয়ার শেষ করা। তার জন্য তিনি গত সপ্তাহে টুইটারে ‘ফর বার্সা’ লিখেও পোস্ট করেন।

রাকিটিচ স্প্যানিশ এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘পিএসজির জন্য বার্সেলোনা ছাড়া হবে শুধু অর্থের কারণে। তবে আমি ন্যু ক্যাম্পেই থাকতে চাই। আমি আমার স্ত্রী এবং হৃদয়ের কথা শুনেছি। আমি উপলব্ধি করেছি বার্সার জার্সি গায়ে দেওয়াটা কত গৌরবের বিষয়। বার্সা ব্যাজ ধারণ করাটা সত্যি সম্মানের।’

রাকিটিচ ন্যু ক্যাম্পে এসেছেন ২০১৪ সালে। এরপর থেকে দলটির মধ্য মাঠের অন্যতম ভরসা তিনি। বার্সার জার্সিতে তিনি ১৩৫ ম্যাচে। গোল করেছেন ২১টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close