ক্রীড়া ডেস্ক

  ২১ আগস্ট, ২০১৮

ম্যানইউর হার

আবারো ব্রাইটনের মাঠ থেকে হার নিয়ে ঘরে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুর দিকে দুই গোলে পিছিয়ে পড়া হোসে মরিনহোর দল রোমেলু লুকাকুর হেডে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। পরশু ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটাতে ৩-২ গোলে হেরেছে ইউনাইটেড। গত মে মাসেও লিগ ম্যাচে দলটির মাঠে ১-০ গোলে হেরেছিল তারা। সবমিলিয়ে ব্রাইটনের মাঠে এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ হার রেড ডেভিলসরা।

প্রতিপক্ষের মাঠে দশম মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় ইউনাইটেড। তবে পল পগবার সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে লক্ষ্যভ্রষ্ট শট নেন বেলজিয়ামের স্ট্রাইকার লুকাকু। কিছুক্ষণ পর দুই মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে ইউনাইটেড। ২৫ মিনিটে দারুণ এক ফ্লিকে জালে পাঠান গ্লেন মারে। আর ২৭ মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে বাঁ-পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন আইরিশ ডিফেন্ডার শেন ডাফি। ৩৪ মিনিটে কাছ থেকে হেডে ব্যবধান কমান লুকাকু। ৪৪ মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-১ করেন পাসকাল গ্রস। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান (৩-২) কমান ফরাসি মিডফিল্ডার পল পগবা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close