ক্রীড়া ডেস্ক

  ১৭ আগস্ট, ২০১৮

শুরুতেই পথ হারাল রিয়াল

অ্যাট. মাদ্রিদ ৪ - রিয়াল মাদ্রিদ ২

মহাদেশীয় ফাইনালে রিয়াল মাদ্রিদ শেষ কবে হেরেছে তা জানার জন্য পিছিয়ে যেতে হবে ১৮ বছর আগে। এই দীর্ঘ সময়ে ফাইনালে জয় পাওয়াটা অভ্যাস বানিয়ে ফেলেছে লস ব্লাঙ্কোসরা। ২০০২ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে শেষবার হার দেখেছিল তারা। এরপর থেকে চ্যাম্পিয়নস কাপ, উয়েফা কাপ ও ক্লাব বিশ্বকাপ মিলিয়ে ১৩ বার ফাইনাল খেলেছে স্প্যানিশ জায়ান্টরা। প্রত্যেকবার শিরোপা জয়ী দলের নাম রিয়াল মাদ্রিদ। কিন্তু এবার তাদের সেই দীর্ঘ অপরাজেয় থাকার গৌরবটা গুঁড়িয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। এস্তোনিয়ায় উয়েফা সুপার কাপের ফাইনালে যোগ করা সময়ের গোলে রিয়ালকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো।

‘মাদ্রিদ’ ডার্বি মানেই যে বিশেষ কিছু তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে দুই দল। ম্যাচটি যে উত্তেজনা ছড়াবে তা অনুমান করা গেছে প্রথম মিনিটেই। ম্যাচ শুরুর ৪৯ সেকেন্ডে রিয়ালকে হতভম্ব করা গোলে একটি রেকর্ডও নিজের করে নেন ডিয়েগো কস্তা। এখন পর্যন্ত সুপার কাপে এটিই সবচেয়ে দ্রুততম গোল। ২৭ মিনিটে রিয়ালকে ম্যাচ ফেরায় করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে অধিনায়ক সার্জিও রামোসের পেনাল্টি থেকে এগিয়ে যায় অলহোয়াইটরা। এরপর আরেকবার ডিয়েগো সিমিওনের দলের উদ্ধার কর্তার নাম কস্তা। ৭৯ মিনিটে স্প্যানিশ ফরওয়ার্ডের গোলে সমতায় ফেরে অ্যাটলেটিকো। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

কিন্তু নাটক তখনো বাকি। শেষ মুহূর্তে যারা পরাজিত হয় না বলে সুনাম আছে, সেই রিয়ালই অতিরিক্ত সময়ে হজম করে বসে ২ গোল। ৯৮ মিনিটে সাউল এবং ১০৪ মিনিটে কোকের গোলে তৃতীয়বারের মতো সুপার কাপ জিতে নেয় অ্যাটলেটিকো। গত ১৩ বারের ফাইনালের মধ্যে দুইবারই (২০১০, ২০১২) রিয়ালের প্রতিপক্ষের নাম ছিল অ্যাটলেটিকো। তাও আবার চ্যাম্পিয়নস লিগের মঞ্চে। দুইবারই শিরোপা জিতেছে রিয়াল। গত মৌসুমে ইউরোপিয়ান লিগের শিরোপা জিতেছে সিমিওনের শিষ্যরা। এবার নতুন মৌসুম শুরুর আগেই সুপার কাপের শিরোপা। তাও মাদ্রিদ ডার্বিতে। স্বাভাবিকভাবে আনন্দটা দ্বিগুণ হয়ে উঠেছে কোচ সিমিওনের জন্য। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মুহূর্তটা ভোলার মতো নয়। জয়ের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করেছি।’

অন্যদিকে ব্লাঙ্কোসদের নতুন কোচ হয়েছে এসেছেন স্পেন জাতীয় দলের সাবেক কোচ হুলেন লোপেতেগি। কিন্তু স্পেনের হয়ে অজেয় থাকলেও মৌসুমের শুরুতেই হার নিয়ে শুরু করতে হচ্ছে জিনেদিন জিদানের উত্তরসূরিকে। তার মধ্যে নেই রিয়ালের ইতিহাসের অন্যতম সফল ফরওয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়ালের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সংসার শেষে জুভেন্টাসে চলে গেছেন পর্তুগিজ উইঙ্গার। হারলেও আপাতত শিষ্যদের ওপর ভরসা হারাচ্ছেন না লোপেতেগি। তিনি বলেন, ‘ভালো একটি ম্যাচ ছিল। আমরা ভালো খেলেছি কিন্তু তা যথেষ্ট নয়। অ্যাটলেটিকোকে অভিনন্দন। সবক্ষেত্রে আমাদের আরো উন্নতি করতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close