ক্রীড়া ডেস্ক

  ১৩ আগস্ট, ২০১৮

লিভারপুলের উড়ন্ত সূচনা

শিরোপা জয়ের গল্পটা বলতে গেলে ভুলতেই বসেছে লিভারপুল। ইউরোপের কুলীন ক্লাবটি শেষ ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ১৯৮৯-৯০ মৌসুমে। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেললেও ইউরোপীয়ান সেরার মুকুটটি তারা শেষবার মাথায় পরেছে ২০০৫ সালে। এবার নতুন মৌসুম থেকে নিজেদের আভিজাত্যটা পুনরায় স্মরণ করিয়ে দিতে আঁটঘাঁট বেঁধে নেমেছে অলরেডরা। গ্রীষ্মকালীন দল বদলের বাজারে সবচেয়ে বেশি খেলোয়াড়ও কিনেছে অ্যানফিল্ডের ক্লাবটি। তবে কোচ ইয়ুর্গেন ক্লপ আস্থা রেখেছেন তার আক্রমণভাগের পুরনো ‘ত্রয়ী’র ওপর। মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও রবার্তো ফিরমিনোও আস্থার প্রতিদান দিয়েছেন ক্লপকে। অ্যানফিল্ডে মানের জোড়া গোলে ওয়েস্টহামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

গত মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন সালাহ। এবারও রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে মিসরীয় ফারাওয়ের। ১৯ মিনিটে লিভারপুলের সূচনা গোল করেন মিসরীয় কিং। এরপরই শুরু হয় তার সতীর্থ মানের ঝলক। প্রথমার্ধের শেষ মুহূর্তে লিভারপুলের ব্যবধানটা বাড়িয়ে দেন সেনেগালিজ ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন মানে। ৮৮ মিনিটে কর্নার ওয়েস্টহামের জালে শেষ গোলটি জড়িয়ে দেন মানের বদলি হিসেবে নামা ড্যানিয়েল স্টারিজ।

ফলাফল

লিভারপুল ৪

ওয়েস্টহাম ০

সাউদাম্পটন ০

বার্নলি ০

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close