ক্রীড়া ডেস্ক

  ১৩ আগস্ট, ২০১৮

সারির ভাবনায় নতুন ফর্মুলা

নতুন মৌসুম, নতুন কোচ। পুরনোকে বিদায় জানিয়ে নতুনের আবাহনে গা ভাসিয়েছে চেলসি। দ্য ব্লুজরা গোলরক্ষকদের মধ্যে রেকর্ড ৭২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যাথলেটিকো বিলবাও থেকে স্টামফোর্ড ব্রিজে নিয়ে এসেছে কেপা আরিজাবালাগাকে। কোচ আন্তনিও কন্তের পরিবর্তে ইতালিয়ান ক্লাব নাপোলি থেকে নিয়ে এসেছে মাউরিসিও সারিকে। সারি নিয়ে এসেছেন তার সাবেক শিষ্য জোর্গিনহোকে। চেলসির জার্সিতে দ্বিতীয় গোলটি করে কোচের আস্থারও প্রতিদান দিয়েছে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। পরশু নতুন মৌসুমের প্রথম ম্যাচে হার্ডাসফিল্ড টাউনের বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে চেলসি।

স্বাভাবিকভাবে নতুন কোচ সারির বন্দনায় মেতেছে ব্লুজ সমর্থকরা। তবে এমন ফল মন ভরাতে পারেনি ৫৯ বছর বয়সী কোচকে। তিনি বিশ্বাস করেন, দল আরো গোল পেতে পারত। সারি শুনিয়েছেন অন্য কথা। নাপোলির ফর্মুলা পুনরাবৃত্তি করতে চান না, জানিয়েছেন তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সারি বলেন, ‘নাপোলির যা কিছু করার তা করে ফেলেছি, চেলসির হয়ে আমি ভিন্ন কিছু করতে চাই। খেলোয়াড়দের চারিত্রিক বৈশিষ্ট্যকে আমার সম্মান করতে হবে। এখন আমি তাদের নিয়ে অধ্যয়ন করছি।’

দুর্দান্ত ম্যাচ জয়ে সারি প্রশংসা করেছেন দলের খেলোয়াড়দের। তিনি আরো বলেন, ‘আমরা শুরুটা চমৎকারভাবে করেছি। আশা করি, সামনেও তা ধরে রাখতে পারবো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close