ক্রীড়া ডেস্ক

  ০৮ জুন, ২০১৮

নিউজিল্যান্ড কোচ হেসনের পদত্যাগ

পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের হেড কোচ মাইক হেসন। আগামী মাসেই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। ২০১৯ বিশ্বকাপের এক বছরেরও কম সময় আগে তার এই পদত্যাগে ধাক্কা খাবে কিউই ক্রিকেট।

পদত্যাগের ঘোষণায় পরিবারকে আরো বেশি সময় দেয়ার কথা উল্লেখ করেছেন হেসন। ২০১২ সালে নিউজিল্যান্ড দলের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি।

নিউজিল্যান্ড দলের দায়িত্ব পালনের জন্য ১০০% প্রতিশ্রুতির প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে হেসন বলেছেন, ‘আমি জানি আগামী ১২টা মাস আমার কাছ থেকে দল কি আশা করবে। কিন্তু আমি মনে করি না যে, সেটা দেয়ার মতো অবস্থা আমার আছে।’

২০১২ সালে অনেকটা আকস্মিকভাবেই কিউইদের দায়িত্ব পান হেসন। সে সময় রস টেলর অধিনায়কত্ব ছেড়ে দিলে দলে কিছু ভারসাম্য নষ্ট হয়। সেই দলটাকেই গুছিয়ে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন হেসন। তার সময়ই টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে নিউজিল্যান্ড। এছাড়া তার সময়েই নিজেদের ইতিহাস সেরা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর জায়গা দখল করে কিউইরা। সেসব কিছু এখন অতীত হয়ে গেছে। কিউইদের আপাতত ভাবতে হচ্ছে নতুন কোচ নিয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist