ক্রীড়া প্রতিবেদক, কক্সবাজার থেকে

  ০৪ মে, ২০১৮

আগামী বছরই বিদেশিদের হাট!

বাংলাদেশ ক্রিকেটের সোনালি দিনের ভিতটা যারা গড়ে দিয়েছেন তাদের নিয়েই কক্সবাজারে চলছে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের তৃতীয় আসর। এবারের আসরটা একদিক থেকে অনন্য। ১০০ ওভারের ক্রিকেটের যাত্রায় যে এই টুর্নামেন্ট দিয়েই শুরু হয়েছে! নতুন এই ফরমেটের রোমাঞ্চ কম-বেশি ছুঁয়ে যাচ্ছে সবাইকে।

তবে আগামী বছর আরো বড় রোমাঞ্চ নিয়ে হাজির হওয়ার স্বপ্ন দেখছেন টুর্নামেন্টের আয়োজককর্তারা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ আসরে বিদেশি ক্রিকেটারদের হাট বসানোর পরিকল্পনা করছেন তারা। কাল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ সুজন এমনই আশারবানী শোনালেন। বলেছেন, ‘আগামীবার আন্তর্জাতিক আসর করার পরিকল্পনা নিয়েছি আমরা। উপমহাদেশের চার ক্রিকেট পরাশক্তি বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার নিয়ে আয়োজন নিয়ে কথা হচ্ছে। আগামী বছরই সেটা হতে পারে।’

অবশ্য চ্যারিটি টুর্নামেন্ট হলেও সাবেক ক্রিকেটারদের ব্যাট-বলের যুদ্ধ কম-বেশি উত্তেজনার রেণু ছড়াচ্ছে। যেটা টুর্নামেন্টের জন্য বিশেষ প্রাপ্তি বলে ভাবছেন সুজন। কাল তিনি বলেছেন, ‘এখানে (কক্সবাজার) আসলে খুব ভাল লাগে। একসময় যাদের সঙ্গে জাতীয় দল, লিগে খেলেছি সেসব সতীর্থদের সঙ্গে খেলার সুযোগ হয়। খেলাটাও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। কাল (বুধবার) যেমন আমরা ১ রানে জিতেছিলাম। খেলা কঠিনই হচ্ছে। প্রতিবছরই হচ্ছে। বিষয়টা আমাদের জন্য জন্য খুব ভাল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist