রানাকুমার সিংহ

  ১১ জানুয়ারি, ২০২০

খোলা মাঠের স্মৃতি

বাড়ির ধারে ছিল তখন মস্ত খোলা মাঠ

সেখানটাতে বসত জমাট রবিবারের হাট।

অঘ্রাণে ওই মাঠের বুকে ধান শুকানোর ধুম

সেই সুবাসে উড়ে যেত সকল চোখের ঘুম।

মাঠের পাশে কলকলিয়ে বইত সরু খাল

টেংরা পুঁটির শত্রু ছিল বড়শি এবং জাল।

যেতাম মাঠে খালি পায়ে আহা কী সেই সুখ

বটগাছেরই ভূতের কথায় কাঁপত ভয়ে বুক!

সন্ধ্যা এলে মাঠের মায়া টানত কাছে খুব

দুপুরবেলা ব্যস্ত খালে দিতাম কত ডুব।

কিশোরবেলা মাঠটি ছিল বন্ধুপ্রিয় তাই

এই বেলাতেও মধুর স্মৃতিচারণ করে যাই।

মাঠটি এখন নেই তো মাঠ আর দালানকোঠা ঘর

চোখের দেখায় আবাল স্মৃতি হয়েই গেল পর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close