নুশরাত রুমু

  ৩১ আগস্ট, ২০১৯

ভাদ্র এলো

ভাদ্র এলো বৃষ্টি মাথায়

দুলছে গাছের পাতা

খালের পানি উপচে পড়ে

ভাঙছে ব্যাঙের ছাতা।

ঝমঝমিয়ে মিষ্টি তালে

ঝরছে অঝোর ধারা

দিগন্তের ওই ছবি করে

মনকে পাগলপারা।

ভোরবেলাতে উঠোন জুড়ে

শিউলি ফুলের মেলা

মেঘের আড়ে সূর্য করে

আলো-ছায়ার খেলা।

গরম-শীতের মাঝামাঝি

লাগছে কেমন হায়

আলসেমিতে কাজ না করে

দিন পেরিয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close