আখতারুল ইসলাম

  ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

বর্ণমালার কথা

সুনীল আকাশ ঝরে পরে দেখি অবিরাম নীলে নীল

সূর্যের হাসি সোনা রোদ্দুর জেগে ওঠে ঝিলমিল

পলাশের ডালে রক্তে রঙিন পাপড়ির ভাঁজে ভাঁজে

আমার প্রাণের বাংলা ভাষাটা সোনালি বর্ণে সাজে।

কৃষ্ণচূড়ার ফুলে ফুলে কত অক্ষরে কাঁদে অই,

উড়ে এসে ঘুঘু বলছে আমায় সালাম রফিক কই?

একুশে পাওয়া বর্ণমালার কথা কি শুনেছো কেউ?

হঠাৎ বুকের মধ্যিখানেই নীল যমুনার ঢেউ।

আমার প্রাণের নদীর স্রোতেই ভাষার সমুদ্দুর

বাংলা এসেছে দৃঢ় পায়ে পায়ে মিছিলে মিছিলে সুর

আলোর মিছিলে বর্ণরেখায় পাতায় চোখের জল

প্রভাতফেরিতে এখনো মা কাঁদে, কাঁদছে যে অবিরল।

সুখ ভালোবাসা এই ভাষাতেই স্বপ্নেরা পায় প্রাণ

একতারা হাতে বাউলের সুরে কী যে মায়াবী টান।

ঢউ ভাঙা সুরে বাতাসের বোলে নেচে ওঠে ডালপালা

শিমুলের কুঁড়ি কুমড়োর ফুলে হাসছে বর্ণমালা।

একুশ তুমি তো দুখিনী মায়ের ভালোবাসা আর গানে

চেতনায় আছ রক্তশিরায় প্রাণের মধ্যিখানে।

এ বাংলা ভাষা তুমি এনে দিলে মাতৃভাষার মান

বিশ্বের বুকে চির অম্লান তোমার সে সম্মান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close