আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ নভেম্বর, ২০১৭

ভেনিজুয়েলার ওপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নিষেধাজ্ঞা

সঠিক সময়ে প্রয়োজনীয় অর্থনৈতিক তথ্য প্রদান না করায় ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই নিষেধাজ্ঞা এমন একটি সময় এলো, যখন ভেনিজুয়েলা সরকার তার দেশে আগামী ১৩ নভেম্বর ১৫ হাজার কোটি মার্কিন ডলারের মতো বিদেশি ঋণ সহায়তা পুনর্বিন্যাস বিষয়ে আলোচনার জন্য ঋণদাতাদের সভা আহ্বান করেছে। ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা সংস্থা আইএমএফ তার ১৮৯টি সদস্যের অর্থনৈতিক বিষয়াদির ওপর নজর রাখে। কিন্তু গত ১৩ বছর ধরে আইএমএফ ভেনিজুয়েলার বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা করতে সক্ষম হয়নি। আইএমএফ বোর্ড আশা প্রকাশ করেছে, এই সিদ্ধান্তের পর সময়মতো ও নিয়মিত তথ্য সরবরাহের মাধ্যমে সংস্থার সঙ্গে দেশটির সম্পর্ক নতুন করে শুরু করার বিষয়ে ভেনিজুয়েলার কর্তৃপক্ষ উৎসাহিত হবে। নতুন এ সম্পর্কে ভেনিজুয়েলাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও উপকৃত হবে। আইএমএফ বলেছে, ভেনিজুয়েলা তার সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠান, আমদানি ও রফতানি এবং অর্থনীতির অন্যান্য মূল নির্দেশক বিষয়ে তথ্য প্রদানে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist