আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ জুলাই, ২০২০

নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডের

বিশ্বের বিভিন্ন দেশে থাকা নিজ নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউজিল্যান্ড। গতকাল মঙ্গলবার থেকে আগামী তিন সপ্তাহ বিভিন্ন দেশে থাকা নিউজিল্যান্ডের নাগরিকরা দেশে প্রবেশ করতে পারবেন না। খবর বিবিসির।

নতুন এই পদক্ষেপের বিষয়ে সীমিত কোয়ারেন্টাইন সুবিধার কথা উল্লেখ করেছে নিউজিল্যান্ড সরকার। এদিকে, গত ৬৭ দিনে দেশটিতে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। তবে সম্প্রতি ২২ জন রোগী বাইরে থেকে এসেছেন। তারা সবাই এমন কোনো দেশ থেকে নিউজিল্যান্ডে এসেছেন যেখানে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। দেশটিতে প্রায় ৬ হাজার মানুষ কোয়ারেন্টাইনে আছে এবং আরো ৩ হাজার ৫০০ জনের চলতি সপ্তাহেই নিউজিল্যান্ডে প্রবেশের কথা রয়েছে। নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ ঠেকাতে গত মার্চে লকডাউন জারি করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রবেশ করেছে এমন প্রায় ২৭ হাজার মানুষকে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close