আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ জুন, ২০২০

ইরানি বিজ্ঞানীকে মুক্তি দিলো যুক্তরাষ্ট্র

ইরানি বিজ্ঞানি সাইরুস আসকারিকে অবশেষে মুক্তি দিয়েছে মার্কিন প্রশাসন। কোনো ধরনের বিচার ছাড়াই ২০১৭ সাল থেকে তাকে কারাগার আটকে রাখা হয়েছিল বলে তেহরানের অভিযোগ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ওই বিজ্ঞানীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞানী আসকারির মুক্তির পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে জাভেদ জারিফ বলেন, ইরানি বিজ্ঞানী সাইরুস যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসছেন। এটি একটি দারুন সংবাদ। সাইরুস আসকারি ইরানের শরীফ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাকে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে আটক করা হয়। মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযোগ, পাঁচ বছর আগে বিজ্ঞানী আসকারি তার ছাত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রে করা একটি প্রজেক্টের গোপন তথ্য শেয়ার করেছিলেন।

এরপর তার বিরুদ্ধে ভিসা আবেদনের প্রক্রিয়া, নিষেধাজ্ঞা এড়ানোর উপায় এবং ইরানে মার্কিন প্রযুক্তি পাচারের বিষয়ে গোপন তথ্য ফাঁস করার অভিযোগ আনে মার্কিন আদালত। প্রায় আড়াই বছরের আইনি লড়াই শেষে সমস্ত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করেন বিজ্ঞানী আসকারি। এর পরই তাকে মুক্তি দেওয়া হলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close