আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ এপ্রিল, ২০১৮

বিমান খাতে ক্ষতি পুষিয়ে নিতে ভিন্নপথে কাতার এয়ারওয়েজ

সৌদি জোটের অবরোধের কারণে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কাতারের বিমান খাত। বুধবার কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আকবার আল বাকের সাংবাদিকদের এ কথা বলেন। আকবার আল বাকের বলেন, ‘আমরা আমাদের বিমান খাত রক্ষণাবেক্ষণ খরচ আরো বাড়িয়ে দিয়েছি। তবে আগামী বছর আর্থিক অবস্থা আরো ভালো হয়ে যাবে বলে প্রত্যাশা।’ সে কারণে কিছু পদক্ষেপও নিয়েছে দেশটি। গত ২০ এপ্রিল ইতালিয়ান এয়ারলাইন মেরিডিয়ানা তাদের নাম এয়ার ইতালি করে ফেলেছে। বিমানটিতে শেয়ার রয়েছে কাতার এয়ারওয়েজের। ইতালির পতাকা লাগিয়ে যাত্রী পরিবহন করবে সংস্থাটি। সৌদি জোট তাদের আকাশসীমা বন্ধ রেখে কাতার এয়ারওয়েজকে বিপাকে ফেলতে চাইলেও ভিন্নপথ খুঁজে চলেছে কাতার এয়ারওয়েজ। এজন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ মালিকানায় এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist