নিজস্ব প্রতিবেদক

  ১৩ এপ্রিল, ২০১৯

স্বর্ণ-কচ্ছপসহ গ্রেফতার বাবা ও ছেলে রিমান্ডে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তিন কেজি ওজনের ১২টি স্বর্ণের বার ও বিরল প্রজাতির ৮০টি কচ্ছপসহ গ্রেফতার এম এ খালেক ও তাজুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার তাদের দুজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় বিমানবন্দর থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার দুপুরে শুল্ক গোয়েন্দা ও ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল ব্যাংকক থেকে টিজি-৩২১ ফ্লাইটে আসা যাত্রী এম এ খালেক ও তার ছেলে তাজুল ইসলামের কাছ থেকে ১২টি স্বর্ণের বারসহ তাদের গ্রেফতার করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল জানতে পারে ব্যাংকক থেকে টিজি-৩২১ ফ্লাইটে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। এর পরিপ্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল ওই ফ্লাইটে আসা যাত্রীদের দিকে নজর রাখে এবং বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। গত বৃহস্পতিবার দুপুরে যাত্রী এম এ খালেক গ্রিন চ্যানেল অতিক্রম করে দুই নম্বর গেটে তার ছেলে তাজুল ইসলামের কাছে কালো স্কচটেপে মোড়ানো বস্তু হস্তান্তর করলে তাদের আটক করা হয়। তাদের আটক করে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ মোড়ানো বস্তু খুলে স্বর্ণের বারগুলো পাওয়া যায়, যার মূল্য ১ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যাত্রী ও তার ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া তার ব্যাগেজ খুলে আমদানি শর্তযুক্ত ৮০টি অ্যাকুইরিয়াম কচ্ছপ জব্দ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close