মাদারীপুর ও শরীয়তপুর প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০১৮

বিএনপি ‘সন্ত্রাসী দল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে : কাদের

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের মধ্য দিয়ে বিএনপি ‘সন্ত্রাসী দল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এখন দলটির নির্বাচন কমিশনে নিবন্ধন থাকার যোগ্যতাও নেই। তারা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে।’ গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর মাদারীপুর ও শরীয়তপুর অংশে জনসভাস্থলের প্রস্তুতি পরিদর্শনে এসে ওবায়দুল কাদের এ কথা বলেন। কাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন ও চারটি প্রকল্প উদ্বোধন করার কথা।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, তা কি কাউকে বলে দিয়েছে? তারা তো সকালে একটা বলে, দুপুরে একটা বলে, সন্ধ্যার সময় আরেকটা বলে। বিএনপিকে কি আমরা দাওয়াত করে নির্বাচনে আনব? কোনো সরকার কি কোনো দলকে দাওয়াত করে নির্বাচনে আনে? নির্বাচনে আসা দলের অধিকার। তারা তাদের অধিকার প্রয়োগ করবে। কোনো দেশেই বিরোধী দলকে ডেকে ডেকে নির্বাচনে আনে না। গতবার তারা নির্বাচনে না গিয়ে ভুল করেছে। তার মাশুল তারা দিচ্ছে। এবার নির্বাচনে বিএনপি আসবে কি না, তা তাদের ব্যাপার।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি আন্তর্জাতিকভাবে কানাডার আদালতে সন্ত্রাসী হিসেবে স্বীকৃত। তারা নির্বাচনে আসবে কি আসবে না, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। তাদের নিবন্ধন থাকা অবস্থায় নির্বাচনে আসতে পারে। কিন্তু এই দলটির নির্বাচন কমিশনে নিবন্ধন থাকার যোগ্যতাও নেই। তারা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে।’

কাদের বলেন, ‘বাংলাদেশের জনগণ বিএনপির মতো সন্ত্রাসী দলেকে আস্থায় নেবে, তা আমরা বিশ্বাস করি না। কাজেই তাদের নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা বা মাথাব্যথা থাকার কারণ নেই।’

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে কাদের বলেন, ‘গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা উচ্চ আদালতে তারেক রহমানে ফাঁসি দাবি করব। আমরা অলরেডি সেই দাবি করেছি। তা ছাড়া খালেদা জিয়াও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে দায়দায়িত্ব এড়াতে পারেন না। ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারও বিচার হওয়া উচিত।’

প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয় নিয়ে কাদের বলেন, ‘পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন ও চারটি প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রীর শনিবার (আজ) শরীয়তপুর-মাদারীপুরে আসার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে ওই কর্মসূচি এক দিন পিছিয়েছে।’

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, শরীয়তপুরের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ সরকারি কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।

মন্ত্রী জানান, ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি দেখবেন এবং বিকেলে মাদারীপুরে জনসভায় বক্তব্য দেবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close