ক্রীড়া ডেস্ক

  ১০ আগস্ট, ২০১৮

পাকিস্তানকে ১৪ গোল বাংলাদেশের

বাংলাদেশ ১৪ - ০ পাকিস্তান

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ভুটানে পা রেখেছিল বাংলাদেশের কিশোরী ফুটবল দল। মাঠেও সেই চ্যাম্পিয়ন মনোভাবটা ধরে রেখেছে মারিয়া মান্দা-শামসুন্নাহাররা। সাফ অনূর্ধ্ব-১৫ বালিকা চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের মেয়েরা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোরীরা। শামসুন্নাহার একাই করেছেন ৫ গোল। জোড়া গোল করেছেন তহুরা খাতুন, আনাই মগিনি ও সাজেদা। এছাড়া একটি করে গোল এসেছে মারিয়া মান্দা, মনিকা চাকমা ও আঁখি খাতুনের পা থেকে। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকেই পাকিস্তানের কিশোরীদের বিপক্ষে আধিপত্য নিয়ে খেলতে থাকে বাংলাদেশের কিশোরীরা। গোল বের করতেও বেশিক্ষণ লাগেনি তাদের। বিরতির বাঁশি বাজার আগেই বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ গোলে। দ্বিতীয়ার্ধে পাকিস্তানের জালে তারা গুনে গুনে দেয় আরো ৮ গোল।

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের এক পা দিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের আরেক উদ্বোধনী ম্যাচে ভারত ১২-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ১৩ আগস্ট বাংলাদেশ গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close