নিজস্ব প্রতিবেদক

  ০৮ এপ্রিল, ২০১৮

পিআইবিতে সিইসি

এমপিদের ক্ষমতা খর্ব করতে আচরণবিধি সংশোধন জরুরি

বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচন হলে এমপিদের ক্ষমতা খর্ব করা প্রয়োজন আছে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদা। গতকাল শনিবার প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) সাংবাদিকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন। সিইসি বলেন, সংসদ বহাল রেখে নির্বাচন করলে আচরণবিধিতে সংস্কার আনতে হবে। এ বিষয়টি অবশ্যই ভেবে দেখবে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সংসদ বহাল থাকলে আচরণবিধিতে কিছু সংযোজন করে ইসি এমপিদের ক্ষমতা প্রয়োগের জায়গা খর্ব করবে কি নাÑ এমন প্রশ্নে সিইসি বলেন, এটা ভালো প্রশ্ন। এটা অবশ্যই চিন্তা করা দরকার। তাদের রেখে নির্বাচন করতে হলে আচরণবিধিতে কিছু পরিবর্তন আনা দরকার।

রাজনৈতিক দলে অনাস্থা দূর করতে ইসি কি কার্যকর ভূমিকা পালন করবে জানতে চাইলে সিইসি বলেন, ‘রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ব্যাপারে কথাবার্তা কম বলছে। তারা রাজনৈতিক ব্যাপারে তাদের যে ইস্যু আছে সেটা নিয়েই ভাবে। কি ধরনের সরকার হবে, তাদের মামলা মোকদ্দমা কি হবে এসব নিয়ে কথা বলছে। অনাস্থার বিষয়টা আসে না। সেটা যদি আসে তবে আমরা তা চিহ্নিত করব।

সংসদ নির্বাচনে ইসি ও গণমাধম্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি- এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান করাটাই বড় চ্যালেঞ্জ। দশম সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি রোধ করতে ইসির কি ভূমিকা থাকবে জানতে চাইলে তিনি বলেন, এটা দুঃখজনক হবে যদি আগের মতো হয়। সব দল নির্বাচনে না আসলে সে নির্বাচন ভালো হয় না।

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে ইসির প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আমরা বারবার বলেছি ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারি। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি আমাদের এখনো নেই। তবে এখন ইভিএমের বিষয়টি আমরা চেষ্টা করে যাব।

কে এম নুরুল হুদা আরো বলেন, রংপুরে আমরা ইভিএম ব্যবহারের চেষ্টা করেছি। গাজীপুর ও খুলনায় আংশিক যতটা পারি ইভিএম ব্যবহার করব। রাজনৈতিক দলগুলোর আপত্তি না থাকলে আগামী জাতীয় নির্বাচনে আংশিকভাবে ইভিএম ব্যবহার হতে পারে উল্লেখ করে সিইসি বলেন, যদি মেশিনগুলো ভালোভাবে কাজ করে, যারা নির্বাচন করবেন তাদের যদি বিশ্বাস জন্মে, ইভিএম গ্রহণযোগ্য হবে।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন বলেন, নির্বাচনের আগে সাংবাদিকদের এ প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।

পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর সভা-প্রধানের বক্তব্যে বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের ওয়াচডগ হিসেবে কাজ করে। সংসদে শক্তিশালী বিরোধী দল না থাকলে গণমাধ্যমকেই সে ভূমিকা পালন করতে হয়। গণমাধ্যম, গণতন্ত্র এবং রাষ্ট্রকে একসঙ্গেই চলতে হয়।

তিন দিনব্যাপী ‘নির্বাচন বিষয়ক রিপোর্টিং’ প্রশিক্ষণের শেষ দিনে প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. মো. শাহজাহান, ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী, যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক আশীষ সৈকত প্রশিক্ষক হিসেবে অংশ নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist