চাকরি ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০১৮

৩১৬ জন চালক নেবে বিআরটিসি

বাস ও ট্রাকের চালক পদে ৩১৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বি আরটিসি)।

পদের নাম ও পদ সংখ্যা: বাস/ট্রাক চালক (অপারেটর গ্রেড-সি)- ৩১৬ জন

বেতন : ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

প্রয়োজনীয় যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণি পাশ হতে হবে । আবেদনকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারী প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর তাকে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর থেকে ভারি যান চালনার উপর কমপক্ষে ১৫ দিনের প্রশিক্ষণ নিতে হবে।

হেভি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। এ প্রক্রিয়া বিআরটিসতে যারা নিয়োগ পাবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে বিআরটিসিতে ১০ বছর চাকরি করতে হবে।

যানবাহনের প্রথমিক মেরামত, রুটিন রক্ষণাবেক্ষণ এবং খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

পরিযান বিধি এবং মহাড়ক সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রার্থী মাদকাসক্ত প্রমাণিত হলে তিনি নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।

প্রার্থীকে মেডিকেল টেস্ট ও ড্রিইভিংসহ অন্যান্য টেস্টে যোগ্য বিবেচিত হতে হবে।

কোনো প্রর্থীর আবেদনে ভুল, মিথ্যা তথ্য থাকলে বা কোনো তথ্য গোপন করলে এবং কোনো প্রকার তদবির বা অনাকাক্সিক্ষত প্রভাব সৃষ্টি করলে তিনি নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।

বয়স: ২৬/১১/২০১৮ তরিখে অনুর্ধ্ব ৩২ বছর।

আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮

আবেদনের নিয়ম: প্রর্থীকে ‘চেয়ারম্যান, বিআরটিসি, পরিবহন ভবন, ২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০’ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে ।

সূত্র : ঢাকা টাইমস

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close