বিনোদন ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের ওপর সহিংসতায় জোলির নিন্দা

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতার নিন্দা জানিয়েছেন বিশ্বনন্দিত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। মুসলমানদের হত্যা ও তাদের নির্যাতন বন্ধে দেশটির সরকার ও নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সু চিকে নীরবতা ভাঙার আহ্বান জানিয়েছেন মার্কিন এই অভিনেত্রী।

জার্মান সংবাদ মিডিয়া ওয়ার্ল্ড অন সানডের সঙ্গে গত রোববার এ বিষয়ে কথা বলেন জোলি। অস্কারজয়ী এই তারকার ভাষ্য, ‘মিয়ানমার সেনাবাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা বন্ধ করতেই হবে। এই নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। একইসঙ্গে শরণার্থীদের রাখাইন রাজ্যে ফিরে আসার পথ তৈরি করে দিতে হবে। এটি রোহিঙ্গাদের নাগরিক অধিকার।’ মিয়ানমারে কয়েক দশক ধরে নিপীড়নের শিকার হচ্ছে রোহিঙ্গারা। দেশটির সেনাবাহিনীর তান্ডবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে চার লাখ রোহিঙ্গা। কিন্তু রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বরতার ঘটনায় নীরব থাকায় সমালোচিত হচ্ছেন অং সান সু চি। তবে জোলি বলেছেন, ‘আমরা চাই, চলমান পরিস্থিতিতে মানবাধিকারের কণ্ঠস্বর হয়ে উঠবেন অং সান সু চি। এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়ানো উচিত তার।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist