বিনোদন প্রতিবেদক

  ১০ জুলাই, ২০২০

এগিয়ে যাচ্ছেন ফারিণ!

সুন্দর চরিত্রে মেধার সর্বোচ্চটুকু দিয়ে অভিনয় করলে দর্শক তা গ্রহণ করেন, সেটার প্রমাণ দিয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। সমসাময়িক অন্য অভিনেত্রীর চেয়ে নির্মাতারা ভীষণ আগ্রহী হচ্ছেন ফারিণের প্রতি। গেল ঈদে ফারিণ কয়েকটি নাটকে অসাধারণ অভিনয়ের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ঠিক তেমনি এবারের ঈদে যেন তাই হতে যাচ্ছে। মেধাবী নির্মাতাদের পছন্দের শীর্ষে রয়েছেন ফারিণ। কিন্তু ফারিণ করোনার এই ভয়াবহতায় টানা সিডিউল যেমন দিচ্ছেন না; ঠিক তেমনি অনেক বেশি কাজও করছেন না। গল্প, চরিত্র এবং নির্মাতা বুঝে-শুনে একটু ধীরে ধীরেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন ফারিণ। করোনার ভয়াবহতাকে পাশ কাটিয়ে অনেকের মতোই ফারিণও নাটকের কাজ শুরু করেছেন।

ফারিণ এরই মধ্যে আগামী ঈদ উপলক্ষে শেষ করেছেন সোহেল আরমানের ‘বিগ মিসটেক’, ইমরাউল রাফাতের ‘থ্রি নট থ্রি’ ও মাহমুদুর রহমান হিমির ‘ওল্ড টাউন লাভ’ নাটকের কাজ। আগামী ঈদের আগ পর্যন্ত তিনি মিজানুর রহমান আরিয়ান, কাজল আরেফিন অমি, তানভীর আহমেদের নাটকের কাজ করবেন। এ ছাড়াও মোস্তফা কামাল রাজসহ আরো কয়েকজন নির্মাতার নাটকে অভিনয় করতে পারেন। ফারিণ বলেন, ‘আমার আব্বু-আম্মু চাচ্ছিলেন না এই ভয়াবহতার মধ্যে শুটিং করি। কিন্তু তাদের আমি কথা দিয়েছি যে, প্রতিটি নাটকের শুটিংয়ের ফাঁকে এক-দুদিন গ্যাপ দেব। যাতে অসুস্থ না হয়ে ফিরি। বিগত তিন মাসেরও বেশি সময় আসলে বাসায় বসে থাকার কারণে শুটিংয়ের জন্য শরীরটা ফিট করতেও একটু সময় লাগবে। তবে এটা সত্যি, শুটিংয়ে যাওয়ার সময় পথের অবস্থা দেখে মনে হয় না করোনার এই ভয়াবহতা বিরাজ করছে। অথচ কী ভয়াবহতার মধ্যেই আছি আমরা। সবাইকে আসলে সচেতন থাকতে হবে যার যার মতো। আবার ইউনিটের সবাই স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করার চেষ্টা করছে।’ এদিকে ফারিণ যে খুব ভালো গানও গাইতে পারেন, সেটা লকডাউনে সবার জানা হয়ে গেছে। ছোটবেলায় তিনি প্রয়াত খালিদ হোসেন, ওস্তাদ ইয়াকুব আলী খান, মইনুল ইসলাম খান, করিম শাহাবুদ্দিনের কাছে তালিম নিয়েছেন। পরবর্তীতে নজরুল একাডেমি থেকে উচ্চাঙ্গসংগীত ও নজরুলসংগীতে চার বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন। এরই মধ্যে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান তাকে দিয়ে গান গাওয়ানোর জন্য যোগাযোগও করেছেন। কিন্তু আপাতত ফারিণ অভিনয়েই মনোযোগ দিতে চাচ্ছেন। যেহেতু গানে চর্চাটা বিগত বেশ কয়েক বছর যাবত নেই। তাই আগামী কিছুদিন গানে নিয়মিত চর্চা চালিয়ে কণ্ঠটাকে আরো একটু ধারালো করতে চাচ্ছেন। তারপর তিনি তার গান প্রকাশ নিয়ে ভাববেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close