বিনোদন প্রতিবেদক

  ০৬ এপ্রিল, ২০২০

ঘরেই আছেন রোকেয়া প্রাচী

গেল ২৩ মার্চ থেকে নিজ ঘরেই নিরাপদে সময় কাটাচ্ছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। দুই সন্তান রিমঝিম ও আস্থাকে নিয়েই সময় কাটছে তার। যদিও গত শনিবার তার জন্মদিন ছিল। জন্মদিনে দুই সন্তানের সঙ্গেই কাটান তিনি। রোকেয়া প্রাচী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কেটেছে জেলখানায়, আবার গেল ১৭ মার্চ মুজিব শতবার্ষিকী দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপন হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আমাদের প্রধানমন্ত্রী তা থেকে বিরত থাকলেন, আর আমিতো সাধারণ একজন রোকেয়া প্রাচী। আমার জন্মদিন নিয়ে তেমন কোনো ভাবনাই ছিল না। খুব সাধারণভাবেই কেটেছে এবারের জন্মদিন।

করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, গত ২৩ মার্চ থেকে ঘরেই অবস্থান করছি। করোনাভাইরাস থেকে আমাদের দূরে রাখতে হলে প্রত্যেকেই ঘরে অবস্থান করতে হবে। ঘরই আপাতত আমাদের জন্য নিরাপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রেখেছেন। নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এখন আমাদের করোনাভাইরাসের বিপর্যয় থেকে নিজেদের নিরাপদে রাখতে হলে দেশে এই মুহূর্তে ঘোষিত নিয়ম মেনে চলতে হবে। নিজেকে নিরাপদে রাখতে হবে। দেশের মানুষকে নিরাপদে রাখতে হবে। সারা পৃথিবীকে নিয়ে আমাদের ভালো থাকতে হবে। এটাই চরম সত্যি। এদিকে ২৩ মার্চের আগে রোকেয়া প্রাচী একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘বোকা ভূত’। এটি দূরন্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত হচ্ছে বলে জানান প্রাচী। তবে এটি পারিবারিক গল্পের নাটক। এই ধারাবাহিকের বাইরে রোকেয়া প্রাচী আপাতত আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close