বিনোদন প্রতিবেদক

  ১১ ডিসেম্বর, ২০১৯

বিজয় দিবসের নাটক ‘উপলব্ধি’

হায়দার সাহেব ছেলে শুভর সঙ্গে মিতুর বিয়েটা এখনি দিতে চাননি। তার ইচ্ছাটা ছিল নিজের প্রমোশনটা হলেই তারপর না হয় বিয়েটা দিতে। কিন্তু পরিবারের চাপে এনগেজমেন্টটা হয়ে যায়। শুভর সঙ্গে এনগেজমেন্ট হয়ে যাওয়ায় সবচেয়ে খুশি হয় মিতুর নানি। কারণ ওনার সবচেয়ে আদরের নাতনির এনগেজমেন্ট। সবকিছুই মধুর মধুর করে এগোচ্ছিল। হঠাৎ করেই একটা বাধার সৃষ্টি হয়। দেশের বীরাঙ্গনাদের নাম প্রকাশ করে তাদের বীরাঙ্গনা খেতাব দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। কারণ, ৭১-এ লাখ লাখ বীরাঙ্গনার আত্মত্যাগের জন্য দেশটা স্বাধীন হয়েছিল। সেই বীরাঙ্গনাদের তালিকায় মিতুর নানি রাবেয়া খাতুনের নামও আসে। এদিকে মিতুর নানি একসময় আর্মিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল বলে শুভর সঙ্গে মিতুর বিয়ে ঠিক হলেও শুভর বাবা হায়দার সাহেব সেটা মেনে নেন না। এরপরই ঘটে নানা ঘটনা। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে বিজয় দিবস উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘উপলব্ধি’র দৃশ্যপট। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন নিয়াজ মাহবুব। সত্যজিত রায়ের প্রযোজনায় এতে অভিনয় করেছেন দিলারা জামান, সায়কা আহমেদ, মোহাম্মদ বারী, নিলয় আলমগীর, মিম মানতাসা ও আজম খান।

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি বিজয় দিবসে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close