বিনোদন প্রতিবেদক

  ০৮ নভেম্বর, ২০১৯

শনিবার মাছরাঙায় ‘গিনিপিগ’

সবুজ ও বাদশা দুই বন্ধু। একটি ভ্রমণ কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে ঘুরতে আসে নেপালে। দলটিতে একজন গাইডের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাবে বলে চুক্তি হয়। দুই বন্ধু পাহাড়ে হাঁটছিল, হঠাৎ তাদের পায়ে আটকে গেল একটি কষ্টিপাথরের মূর্তি; যা অতি মূল্যবান। এ মূর্তি এখন কি করবে দুই বন্ধু ভেবে কুল পায় না। অগত্যা পরামর্শের জন্য উপস্থিত হয় গাইড রাহুলের সামনে। রাহুলও মূর্তিটি দেখে চিনে ফেলে। সে পরামর্শ দেয় যাতে মূর্তিটি নেপালেই যেন বিক্রি করে যাওয়া হয়। আর এই কাজে সহযোগিতা করবে রাহুল কিন্তু তাকে বিক্রীত টাকার ২৫ শতাংশ দিতে হবে। এ-কান ও-কান করতে করতে দলের অন্য মহিলা সদস্য অবন্তীও বিষয়টি জেনে ফেলে। সেও মূর্তিটি হজম করতে চায়। এভাবেই এগিয়ে চলে ‘গিনিপিগ’ শিরোনামের একটি টেলিফিল্মের গল্প। অঞ্জন আইচের রচনায় নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা।

অভিনয় করেছেন আ খ ম হাসান, নাজিয়া হক অর্ষা, তারিক স্বপন, সুজাত শিমুল, সূচনা আজাদ ও অঞ্জন আইচ। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে টেলিফিল্মটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close