বিনোদন প্রতিবেদক

  ০৬ অক্টোবর, ২০১৯

‘আবদুল মতিনের বিরাট ইতিহাস’

আবদুল মতিনের বাবা কালা মুন্সী ঘোষণা দেয় এসএসসি পাস করতে পারলে মতিন পাবে সিডিআই বাইক এবং সুন্দরী বউ। মিয়া বাড়ির মেয়ে জলিকে বউ করে আনা হবে মতিনের জন্য। আর যদি এসএসসি ফেল করে তবে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। উপহারের লোভে মতিন সিদ্ধান্ত নেয় চতুর্থ এবং শেষবারের মতো সে পরীক্ষা দেবে। তবে মাত্র একটা বিষয়ে। সেটা ইতিহাস। জলি নায়িকা শাবানার চেয়েও সুন্দর। মতিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে জলি তাকে ইতিহাস পড়াচ্ছে। বাসরঘরে বসে। পাস তাকে করতেই হবে। বাইক আর জলি কাউকেই হারাতে চায় না মতিন।

এমনই এক গল্পের টেলিছবিতে মতিন চরিত্রে হাজির হবেন আ খ ম হাসান। ‘আবদুল মতিনের বিরাট ইতিহাস’ নামের টেলিছবিটিতে তার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী করকে। হিমু আকরামের রচনা ও পরিচালনায় টেলিছবিটি চ্যানেল আইয়ের জন্য নির্মিত হয়েছে। গল্প প্রসঙ্গে হিমু আকরাম বলেন, ‘গ্রামের জীবন, এসএসসি পরীক্ষার প্রস্তুতি, নকলের চিন্তা, হুজুরের কলম পড়া, প্রায় ২০ থেকে ২৫ বছর আগের সময়ে ফিরে গেছি আমি। সেই মানুষদেরর জীবন চরিত্র নিয়েই নাটকের গল্পটি লেখা। যেখানে প্রেম, সম্পর্কের জটিলতা, হাসি, ঝগড়া, খুনসুটি সবই রাখার চেষ্টা করছি। দর্শকরা দেখে মজা পাবে বলেই আমার বিশ্বাস।’

নাটকের অন্যান্য চরিত্রে আছেন রিফাত চৌধুরী, ছবি আপা, মিলন ভট্ট, সঞ্জীব আহমেদ, রাজু আহসান, বাদল আফতাবসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close