বিনোদন প্রতিবেদক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

প্রকাশিত হলো দুই বোনের ‘রং’

প্রকাশিত হলো চিত্রনায়িকা নিপুণ ও পলিনের প্রথম মিউজিক ভিডিও ‘রং’। রাজধানীর গুলশানের এক অভিজাত রেস্তোরাঁয় ‘টিউলিপ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়। এ সময় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ৩০ লাখ টাকা বাজেটে নির্মিত ‘রং’ গানটি লিখেছেন এ মিজান এবং সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বব ও পবন শেঠি। চিত্রনায়িকা নিপুণের বোন পলিনের এটাই প্রথম মৌলিক গান। তাই নিজের বোনের প্রথম মৌলিক গানে নিজেই মডেল হিসেবে উপস্থিত হলেন নিপুণ। তিনি নিজেই অর্থ বিনিয়োগ করেছেন।

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে নিপুণের স্পষ্ট ব্যক্তব্য, ‘আমি দীর্ঘদিন যাবত চলচ্চিত্রে কাজ করছি। যে কারণে আমি দর্শকের রুচি সম্পর্কে অবগত। রং মিউজিক ভিডিওটি আমার অভিজ্ঞতা থেকেই করা এবং এটা শিউর সট। দর্শক একবার হলেও রং উপভোগ করবেন। তবে এটা সত্যি রং করতে গিয়ে আমি রং প্রকাশের পূর্ব পর্যন্ত অনেক অনেক চাপে ছিলাম। কারণ আমাকে একাই সব কিছু করতে হয়েছে। সর্বোপরি রং দেখে দর্শক নিশ্চয়ই এটা বলবেন, বাংলাদেশেও আন্তর্জাতিক মানের গান হয়। গানটি করার জন্য অনেক যন্ত্রণা দিয়েছি ইমন ভাইকে। তার প্রতি আমার অগাধ বিশ^াস ছিল, যে কারণে তার ওপরই গানটি প্রকাশের ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যাপারে নির্ভরশীল ছিলাম। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা স্পিকারের প্রতি, শ্রদ্ধেয় ফারুক ভাইয়ের প্রতি।’

নিজের প্রথম মৌলিক গান প্রসঙ্গে পলিন বলেন, ‘ছোটবেলা থেকেই গানের প্রতি আমার ভালো লাগা। কিন্তু চাকরি এবং বিয়ের পর গানে আর মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। বিগত পাঁচ বছর যাবত আমি সুনামগঞ্জের লন্ডন প্রবাসী গৌরী চৌধুরীর কাছে আবার তালিম নিচ্ছি। আমি এখন গানে নিজেকে পেশাগতভাবেই ব্যস্ত করে তুলতে চাই। রং-এর পুরো কৃতিত্ব আসলে নিপুণের। তার চেষ্টায়, তার আন্তরিকতায়, তার দিন-রাত অক্লান্ত পরিশ্রমের ফসল রং। আমি ভীষণ আশাবাদী রং নিয়ে।’

সিএমভির ইউটিউব চ্যানেলে ‘রং’ প্রকাশিত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close