বিনোদন প্রতিবেদক

  ২১ আগস্ট, ২০১৯

অনুপমা মুক্তির কণ্ঠে ফোকগান

অনুপমা মুক্তি একজন আধুনিক গানের শিল্পী। দেশ-বিদেশের স্টেজ শোগুলোতে এবং দেশের বিভিন্ন চ্যানেলে নানা ধরনের অনুষ্ঠানে তাকে সাধারণত আধুনিক গান গাইতেও দেখা যায়। কিন্তু এবার দীর্ঘদিনের সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে নিজেকে একটু ভিন্নভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। প্রথমবারের মতো কোনো চ্যানেলের একটি অনুষ্ঠানের জন্য ছয়টি ফোকগান গাইলেন অনুপমা মুক্তি। গেল ১৯ আগস্ট আরটিভির বেঙ্গল স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অনুপমা মুক্তি আরটিভির জন্য যে ছয়টি ফোকগানে কণ্ঠ দিলেন সেগুলো হচ্ছেÑ ‘ভ্রমর কইও গিয়া’, ‘তোমায় হৃদয় মাঝারে রাখবো’, ‘বন্ধু তোর লাইগারে’, ‘সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ ও ‘ধন্য ধন্য বলি তারে’। অনুপমা মুক্তি জানান, নিজের ঘরানার বাইরে গিয়ে ফোকগান গাইতে একটু বেশি সময় এবং শ্রম দিতে হয়েছে। অনুপমা মুক্তি বলেন, ‘ধন্যবাদ আরটিভি কর্তৃপক্ষকে আমাকে দিয়ে এমন এক্সপেরিমেন্টাল একটি কাজ করানোর জন্য। আমি যেহেতু আধুনিক গানই বেশি করি, তাই আমার জন্য এই গানগুলো গাওয়া একটু চ্যালেঞ্জেরও বিষয় ছিল। তার পরও আমি যথাসাধ্য চেষ্টা করেছি একটু ফিউশন করে নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য নিয়ে গাওয়ার জন্য। যারা উপস্থিত ছিলেন তারা বেশ খুশি হয়েছেন আমার কণ্ঠে ফোকগান শুনে এবং আমি আশাবাদী শ্রোতা-দর্শককেও এই গানগুলো মুগ্ধ করবে।’

ফোকগানের অনুষ্ঠান ‘ফোক স্টেশন’ আগামী ২৪ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close