বিনোদন প্রতিবেদক

  ২০ জুলাই, ২০১৯

থমকে গেল ‘অবতার’!

এমনিতে দেশি সিনেমার বাজার খুব একটা আশাব্যঞ্জক নয়। কমছে মানসম্পন্ন প্রেক্ষাগৃহের সংখ্যাও। তার পরও যখনই নতুন কোনো সিনেমা মুক্তি পায়। তা দেখতে দর্শকরা আর হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু দুর্ভাগের বিষয় ঈদের পর প্রেক্ষাগৃহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি, বরং মুক্তি পেয়েছে বেশ কিছু কলকাতার ছবি। মুক্তির প্রতীক্ষায় আছে আরো কিছু ছবি। এমনই এক বাস্তবতায় দেশের সিনেমা মুক্তি দিতে সাহস পাচ্ছেন না অনেক নির্মাতা। যে কারণে থমকে গেল মাহিয়া মাহির ‘অবতার’-এর মুক্তি। গতকাল ১৯ জুলাই ‘অবতার’ মুক্তির কথা ছিল। কিন্তু মুক্তি পেছানো হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর ‘অবতার’ মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান নির্মাতা মাহমুদ হাসান শিকদার। তিনি বলেন, যারা আমদানি করে বাংলাদেশে ছবি মুক্তি দিচ্ছে, তারা অনেক শক্তিশালী। তাদের বিপক্ষে কিছু বলা সম্ভব নয়। সেজন্য নিজের ছবির মুক্তি পিছিয়ে দিয়েছি। ‘অবতার’-এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ করেছেন পরিচালক মাহমুদ হাসান শিকদার নিজেই। সিনেমাটি নির্মিত হয়েছে ‘সাগা এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে। পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি ‘অবতার’। এই ছবিতে নাচ, গান, ফাইট সবই থাকছে। আমাদের সমাজ বদলে দেওয়ার মতো অবতার এখন খুঁজে পাওয়া যায় না। এখানে সেটাই দেখানো হবে। মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করেছেন আমিন খান, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রত এবং নবাগত জে এইচ রুশো। অবতারের সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু, আহমেদ হুমায়ূন এবং কিশোর। গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী, তারিক তুহিন এবং পরিচালক মাহমুদ হাসান শিকদার নিজেই। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, এসআই টুটুল, ঐশী, পুলক, সজল, জুঁই, মীম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close