বিনোদন প্রতিবেদক

  ১৬ জুলাই, ২০১৯

কিংবদন্তিদের নিয়ে অপুর পরিকল্পনা

গেল ২৮ জুন শুদ্ধ সংগীতের মাধ্যমে বাংলাদেশের সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য শুদ্ধমঞ্চ থেকে ‘তুমি আমাদেরই লোক’ উচ্চারণে ভূষিত হয়েছেন অপু। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে’ সংগীতকে পেশা হিসেবে নিতে তার বড় প্ল্যাটফরম হলেও অপু নিজেকে গানে পরিপূর্ণ করে গড়ে তোলেই এসেছেন। বড় প্ল্যাটফরমে আসার আগেই অপু গানে নিজেকে সুশিক্ষায় গড়ে তোলেন। ফলে তার সমসাময়িক কালের প্রায় সবার কাছেসহ কিংবদন্তি অনেক শিল্পীর কাছেই অপু অনেক প্রিয় এক শিল্পী। কারণ অপুর ধ্যানে-জ্ঞানে গান।

এরই মধ্যে অপু তার অনেক শ্রদ্ধার প্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দীকে হারিয়ে ভীষণ কষ্ট পেয়েছেন। কারণ তার জনপ্রিয় প্রায় সবগুলো গানই অপু বিভিন্ন শোতে গাইতেন। আগামী দিনের পথচলার ক্ষেত্রে সুবীর নন্দীর গানগুলো তার জন্য ছিল অনেক অনুপ্রেরণার। কিন্তু সেই মানুষটির গান নিজের মধ্যে লালন করতে করতে একসময় অপু স্বপ্ন দেখেছিলেন তার নিজের সুর-সংগীতে সুবীর নন্দীকে দিয়ে একটি গান করানোর। তা আর হয়ে উঠল না অপুর। স্বপ্নপূরণের আগেই সুবীর নন্দী পরপারে চলে যান। তাই এবার আর পরিকল্পনা নিয়ে কোনো দেরি নয় অপুর। ইচ্ছা আছে এ দেশের কিংবদন্তি সংগীতশিল্পীদের দিয়ে গান করানোর। এরই মধ্যে অপু জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্য একটি গানের সুর-সংগীত করেছেন। সৈয়দ আব্দুল হাদীও গানটি গাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন।

অপু বলেন, ‘আমাদের সংগীতাঙ্গনের সত্যিকারের কিংবদন্তি সংগীতশিল্পীদের নিয়ে আমি কিছু কাজ করে যেতে চাই। আমি জানি, তাদের চলার পথে, তাদের সমৃদ্ধ সংগীত ভান্ডারে আমার গানটি হয়তো তেমন কিছুই হবে না। কিন্তু তার পরও একটি বড় ধরনের তৃপ্তি নিয়ে আমার বেঁচে থাকা হবে। এই প্রজন্মের সংগীতশিল্পী হিসেবে এটাই হবে আমার অনেক বড় পাওয়া। হাদী স্যারের জন্য এরই মধ্যে তারই ঘরানার একটি গান করেছি। আমার বিশ^াস, গানটি প্রকাশ পেলে শ্রোতারা মন থেকে গানের কথা, সুর এবং স্যারের গায়কি অনুভব করবেন।’

অপু জানান, তার ইচ্ছা আছে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ^জিৎ, এন্ড্রু কিশোরসহ কিংবদন্তি সংগীতশিল্পীদের জন্য নিজে সুর সৃষ্টি করে গান করার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close