বিনোদন প্রতিবেদক

  ১৪ জুলাই, ২০১৯

পাঁচ বছর পর একসঙ্গে শখ ও নোবেল

দুই প্রজন্মের আলোচিত দুই তারকা নোবেল ও শখ। দুজনেরই কেরিয়ার শুরু মডেলিং দিয়ে। এরপর ঢুকে পড়েন নাটকের জগতে। সেই পথচলায় ২০১৬ সালে ‘দ্য হিরো’ নামের একটি নাটকে প্রথমবার দেখা গিয়েছিল শখ ও নোবেলকে। এবার পাঁচ বছর পর একসঙ্গে ছোট পর্দায় ফিরলেন ‘অহংকার’ নিয়ে।

এক ঘণ্টার একটি একক নাটক ‘অহংকার’। লিখেছেন সাব্বির চৌধুরী। চিত্রনাট্য তৈরি করেছেন রিয়াজুল আলম শাওন। আর পরিচালনায় আছেন শেখ সেলিম। অহংকার যে পতনের মূলÑ তারই চিত্র তুলে ধরা হবে নাটকে। ঈদুল আজহার আয়োজনে একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচারিত হবে। দীর্ঘদিন পর নোবেলের সঙ্গে অভিনয় প্রসঙ্গে শখ জানালেন, ‘নোবেল ভাইয়া দেশের একজন নামকরা মডেল। আমি তার একজন বড় ভক্ত। দ্বিতীয়বার তার বিপরীতে কাজ করতে যাচ্ছি। খুবই ভালো লাগছে। এর আগে ‘দ্য হিরো’ নামে একটি নাটকে একসঙ্গে কাজ করেছিলাম। সেটি দর্শকপ্রিয় হয়েছিল। আশা করি এটিও দর্শকদের মন ভরাবে।’ নোবেল বলেন, ‘নাটকটির গল্প ভালো লেগেছে। বাস্তবের সঙ্গে মিল রেখে গল্পটি লেখা হয়েছে। তাই কাজ করতে রাজি হয়েছি। আমি চাকরি করি। মিডিয়াতে কাজের সময় একদমই পাই না। তাই ছুটির দিনগুলো বেছে নিয়ে কাজ করছি। আশা করি, ভালো একটি নাটক হবে।’ গতকাল শনিবার থেকে উত্তরায় শুরু হয়েছে ‘অহংকার’-এর শুটিং। একই লোকেশনে পরবর্তী শুটিং হবে ১৯ জুলাই। এ প্রসঙ্গে পরিচালক শেখ সেলিম বলেন, নোবেলের হাতে কাজের সময় নেই। তাই ছুটির দিনগুলোতে শিডিউল দিয়েছেন। সে অনুযায়ী শুটিং চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close