বিনোদন প্রতিবেদক

  ১৫ জুন, ২০১৯

পুবাইলে চলছে জলকুমারীর শুটিং

গ্রামীণ জীবনের সাফল্য, সংগ্রাম ও পারিবারিক আবহ-বন্ধনের গল্প নিয়ে পুবাইলে চলছে জলকুমারী শিরোনামের একটি ধারাবাহিক নাটকের দৃশ্যায়ন। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি নির্মাণ করছেন নিয়াজ মাহবুব। এতে জলকুমারী চরিত্রে অভিনয় করছেন শারমিন জোহা শশী। এ ছাড়া রয়েছেন মামুনুর রশীদ, সোলায়মান খোকা, শতাব্দী ওয়াদুদ, তুষার খান, মৌটুসী বিশ্বাস, তানভীর, রিমি করিম, পান্থ আফজাল, বিশাখা শ্যামলীসহ অনেকে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা নিয়াজ মাহবুব বলেন, নাটকটি গ্রামীণ আবহে নির্মিত হলেও এতে দেখানো হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ১০টি গুরুত্বপূর্ণ উন্নায়ন কর্মকান্ড। যা গল্পের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।

নাটকটি নিয়ে মৌটুসী বিশ্বাস বলেন, ‘আমি এই নাটকে একজন হিন্দু বিধবা নারীর চরিত্রে অভিনয় করেছি। গতানুগতিক ধারার বাইরে নাটকটির গল্পে অনেক ভিন্নতা রয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

তানভীর বলেন, ‘নাটকে আমি গ্রামের একজন শিক্ষিত যুবক থাকি। সমাজের উন্নয়ন কর্মকান্ডের নানা দিক মানুষদের কাছে তুলে ধরি। ভালো লেগেছে এমন একটি সমাজ সচেতনতা ও উন্নয়নমূলক গল্পে নিজেকে সম্পৃক্ত করতে পেরে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই জলকুমারী নাটকটি বিটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close