বিনোদন প্রতিবেদক

  ০৯ জুন, ২০১৯

বাংলাভিশনে ‘দার্শনিক আবু হোসেন’

অদ্ভুত সাজপোশাকে পুরোনো মডেলের একটি প্রাইভেট গাড়িতে করে এক মফস্বল শহরে প্রবেশ করেন আবু হোসেন। তিনি যেন এক ভ্রাম্যমাণ লাইব্রেরি, তার সঙ্গে রয়েছে রাজ্যের বইপত্র। তাকে দেখেই উৎসুক জনতার ভিড় জমে যায়! সবার কাছে তিনি দার্শনিক আবু হোসেন নামে নিজের পরিচয় পেশ করেন। এরপর বলেন, মানুষ আসলে দর্শনের সন্তান, তবে তার জাগতিক পিতা হলেন

মরহুম আবু ইউসুফ সরদার। লোকজন তখন আবু ইউসুফ সরদারের হারিয়ে যাওয়া

সন্তান আবু হোসেনকে চিনতে পারেন।

এমন একটি চরিত্র নিয়ে ছোট পর্দায় আজ হাজির হতে যাচ্ছেন অভিনেতা সালাউদ্দিন লাভলু। ‘দার্শনিক আবু হোসেন’ নামের নাটকটির গল্প ও চিত্রনাট্য মোহাম্মদ আলী এবং প্রশান্ত অধিকারীর। পরিচালনা করেছেন

সাজ্জাদ সনি।

সালাউদ্দিন লাভলু ছাড়াও এতে আরো অভিনয় করেছেন তানজিকা আমিন, সুজাতা, ইক্তারুল প্রমুখ। বিশেষ নাটকটি আজ ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close