বিনোদন প্রতিবেদক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৯

জন্মদিনে দর্শকদের সঙ্গে আড্ডায় তিশা

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। টিভি নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হলেও মিডিয়ার সব মাধ্যমেই পদার্পণ তার। তবে তিশার শুরুটা হয়েছিল গান দিয়েই। খুব অল্প সময়ের মাঝে নিজের সাবলীন অভিনয়ের মাধ্যমে দাগ কেটেছেন দর্শকদের মনে। ছোট পর্দা, মডেলিং কিংবা বড় পর্দা সব জায়গায় সফল তিশা। আজ নুসরাত ইমরোজ তিশার জন্মদিন। জন্মদিনে তিশা আড্ডা দেবেন দর্শকদের সঙ্গে। এ ছাড়াও তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার প্রচারণা এবং পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গেই কাটাবেন আজকের দিনটি। এ বিষয়ে তিশা বলেন, ‘জন্মদিনে দর্শকদের সঙ্গে আড্ডা দেওয়ার গল্প করার দারুণ একটা সুযোগ করে দিয়েছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট। আজ ঠিক রাত ৮টায় আমি থাকছি রবি স্টার জোন সার্ভিসে, থাকব শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। রবি স্টার জোন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু।’ তিশা আরো বলেন, গেল বছর জন্মদিনে শুটিং করেছিলেন। এবারের জন্মদিনেও একটি নাটকের শুটিং করার কথা ছিল। কিন্তু ‘ফাগুন হাওয়ায়’র প্রচারণা নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে, তাই এবার কোনো নাটকের শুটিং করছি না। ফাগুন হাওয়ায় সিনেমার জন্য কেমন সাড়া পাচ্ছেন? জবাবে তিশা বলেন, আল্লাহর রহমতে এ সিনেমাতে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সিনেমাটির গল্প ভাষা আন্দোলনকে আবর্ত করে হলেও ভালোবাসাকে মুখ্য রেখেই সিনেমার গল্প এগিয়েছে। যা দর্শকের ভালো লাগছে। আবার সিনেমারও গানও দর্শক বেশ পছন্দ করছে। এটা অনেক প্রাপ্তির বিষয়। তাই আমি এ সিনেমার দর্শক সাড়া নিয়ে বেশ সন্তুষ্ট। এর আগে একই পরিচালকের ‘হালদা’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিশা। সেটি ২০১৭ সালের শেষের দিকে মুক্তি পায়। তিশা এরই মধ্যে শেষ করেছেন অরুণ চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘মায়াবতী’র কাজ। এ সিনেমাতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। কলকাতার একটি সিনেমাতেও এরই মধ্যে তিশার কাজ করার কথা ছিল। কিন্তু এর শুটিং আপাতত পেছানো হয়েছে বলে জানান তিশা। আসছে নারী দিবস উপলক্ষে চয়নিকা চৌধুরীর রচনা ও নির্দেশনায় ‘প্রতিদিনের মতো একটি দিন’ নাটকে অভিনয় করেছেন তিশা। নাটকটি আগামী ৮ মার্চ নারী দিবসের দিন রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close