বিনোদন প্রতিবেদক

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

গাইলেন রুনা লায়লা নাচলেন আকরাম-বাশার

বাংলাদেশে সফররত আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক সংবর্ধনা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে দুবার বাংলাদেশে এসেছিলেন শশাঙ্ক মনোহর। ২০১০ সালে যখন বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের কথা চলছিল তখন। এরপর ২০১১ সালে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে। তখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার রাতে সংবর্ধনা অনুষ্ঠানের শেষপ্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সংগীত পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও বাংলাদেশের গর্ব রুনা লায়লা। রাত সাড়ে ৮টায় মঞ্চে উঠেন রুনা লায়লা। শুরুতেই তিনি দেশাত্মবোধক গান ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে’ গানটি পরিবেশন করেন। এরপর তিনি একে একে গেয়ে যান ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না’, ‘রাঞ্জিস হি সাহি’, ‘দে দে পেয়ার দে’। যখন তিনি গেয়ে উঠেন ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’ গানটি, তখন মঞ্চে উঠে আসেন ক্রিকেটার আকরাম খান ও হাবিবুল বাশার সুমন। রুনা লায়লার সঙ্গে তারা দুজনও মঞ্চে গানের তালে তালে নেচে উঠেন। আবার আকরাম খান রুনা লায়লার সঙ্গে কণ্ঠও মেলান। এ গান গাওয়া শেষে পুরো হলজুড়ে ভর্তি দর্শক-শ্রোতা হাততালি দিয়ে রুনা লায়লা, আকরাম খান ও হাবিবুল বাশার সুমনকে অভিনন্দন জানান, উৎসাহিত করেন। এরপর আবার রুনা লায়লা গেয়ে উঠেনÑ ‘যে জন প্রেমের ভাব জানে না’ গানটি। এ গানে তার সঙ্গে গাওয়ার জন্য রুনা লায়লা মঞ্চে ডেকে নেন লন্ডন থেকে আগত কণ্ঠশিল্পী রুবাইয়াতকে। রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে গান গাইতে পারাটা ছিল রুবাইয়াতের জীবনের এক অনন্য অধ্যায়। গান গাওয়া শেষে মঞ্চ থেকে নেমে খুুশিতে রুবাইয়াতের চোখে পানি চলে আসে। আবার রুনা লায়লা গেয়ে উঠেনÑ ‘ও মেরা বাবুজি’, ‘ও লাল মেরী’ গানগুলো। একের পর এক রুনা লায়লার গান শুনে উপস্থিত শ্রোতা-দর্শকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ বিষয়ে রুনা লায়লা বলেন, সব মিলিয়ে বেশ চমৎকার আয়োজন ছিল। গান গাওয়ার সঙ্গে যখন শ্রোতা-দর্শকের কাছ থেকেও ভালো সাড়া পাওয়া যায়; তখন গাইতেও বেশ ভালোলাগে। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চমৎকার এ আয়োজনের জন্য। সত্যিই এক অন্যরকম সন্ধ্যা কাটালাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close