বিনোদন প্রতিবেদক

  ০৪ জানুয়ারি, ২০১৯

ভারতের ‘বাংলা উৎসবে’ গাইবেন ফাহমিদা-বাপ্পা

ভারতের কলকাতার নজরুল মঞ্চে আজ থেকে টানা তিন দিনব্যাপী শুরু হচ্ছে ‘বাংলা উৎসব ২০১৯’। এই উৎসবের প্রথম দিন অর্থাৎ আজ প্রথম কলকাতার কোনো মঞ্চে একসঙ্গে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। এই অনুষ্ঠানে অংশগ্রহণ উপলক্ষে নতুন বছরের শুরুর আগেই স্ত্রী তানিয়া হোসেইনকে সঙ্গে নিয়ে দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলেন বাপ্পা মজুমদার। তিনি সেখান থেকেই কলকাতার নজরুল মঞ্চে বাংলা উৎসবে যোগ দেবেন। এদিকে গতকাল বেলা ১১টার ফ্লাইটে কলকাতা গিয়েছেন ফাহমিদা নবী। আবার আজ ফাহমিদা নবীর জন্মদিন। এবারের জন্মদিন কলকাতায় কাটবে বিধায় মনের ভেতর একটা বাড়তি আনন্দ আর ভালো লাগা কাজ করছে ফাহমিদা নবীর। কারণ তার জন্মদিনেই তিনি নজরুল মঞ্চে বাংলাদেশের হয়ে দেশ বিদেশের নানা দর্শকের সামনে সংগীত পরিবেশন করবেন। তবে পরিবারের সদস্যদের জন্যও ব্যাকুল থাকবেন তিনি। বাপ্পা মজুমদার জানান, তিনি এবং ফাহমিদা নবী একই মঞ্চে তাদের জনপ্রিয় দু-একটি গানও গাইতে পারেন। তবে তারা দুজন নিজেদের জনপ্রিয় গানগুলোও গাইবেন। ফাহমিদা নবী বলেন, ‘কেমন করে যেন আমার জন্মদিনেই এমন একটি অনুষ্ঠানে গান গাইতে হচ্ছে। একজন সংগীতশিল্পী হিসেবে তাই এবারের জন্মদিনটা আমার কাছে অনেকটাই অন্যরকম, আলাদা মনে হচ্ছে। কলকাতায় আমাদের পরিচিত যারা আছেন তাদের সবাইকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ করছি। আশা করছি, বাংলা উৎসবে এলে সবারই ভালো লাগবে।’ মুঠোফোনে কলকাতা থেকে বাপ্পা মজুমদার বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করে দেশের বাইরে গান গাইতে সবসময়ই ভালো লাগে। সত্যি বলতে কী দেশের গানগুলো দেশের বাইরে গাইতে সবসময়ই অন্যরকম ভালোলাগা কাজ করে। কলকাতার মাটিতে এই নিয়ে তৃতীয়বারের মতো আমি সংগীত পরিবেশন করতে যাচ্ছি। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আশা করছি সবার সঙ্গে দেখা হবে নজরুল মঞ্চে।’ প্রতিদিন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত উৎসব চলবে। চলতি বছরের শুরুতে অর্থাৎ ভালোবাসা দিবসে বাপ্পা মজুমদারের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী। এবার ফাহমিদা নবীর সুরে গান গাইলেন বাপ্পা মজুমদার। ‘কত দিন আমি হাঁটিনি/গায়ের সেই মেঠোপথ ধরে’- এমন কথার দেশের গানটি লিখেছেন সালমা মুন। সংগীতায়োজনে বর্ণ চক্রবর্তী। ফাহমিদা নবী জানান, বাপ্পা মজুমদারের গাওয়া গানটি ফাহমিদার সুরে ‘জীবনের জয়গান’ শীর্ষক ১১টি দেশের গানের প্রজেক্টে থাকবে। গেল বছরের ভালোবাসা দিবসে ‘ভালোবাসি’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছিল। গানটি লিখেছেন আলী আশরাফ এবং সুর সংগীতায়োজন করেছিলেন বাপ্পা মুজমদার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন মেধাবী নির্মাতা রৌম্য খান। মডেল হয়েছিলেন সেলিনা আফ্রি ও সুমন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close