বিনোদন ডেস্ক

  ২২ ডিসেম্বর, ২০১৮

বছর শেষের চমক

২৬ নভেম্বর লন্ডনে প্রিমিয়ারের পর গতকাল ২১ ডিসেম্বর বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে ‘অ্যাকুয়াম্যান’। জেমস ওয়ান পরিচালিত এই ছবিটিকে সবাই বছর শেষে ডিসি কমিকসের চমক হিসেবে দেখছেন। বলা হচ্ছে, ‘অ্যাকুয়াম্যান’-এর মাধ্যমে নতুন করে সাজতে চলেছে ডিসি কমিকস। কারণ, নির্মাণের শুরু থেকেই আলোচনা তৈরি করে ‘অ্যাকুয়াম্যান’। এ ছবিতে অভিনয় করছেন গেম অব থ্রোনসখ্যাত তারকা অভিনেতা জেসন মোমোয়া। আর তার সঙ্গে রয়েছে নিকোল কিডম্যান।

সব মিলিয়ে অ্যাকুয়াম্যান নিয়ে দর্শকদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, তা একদমই ফিকে হয়ে যায়নি। নভেম্বর লন্ডনে ছবিটির প্রিমিয়ার হওয়ার পর দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পায় ছবিটি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে। চলচ্চিত্রবিষয়ক ওয়েবমাধ্যম ‘স্লাশফিল্ম’-এর পিটার সাইরিটা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রত্যাশার চেয়ে বেশি কিছু অ্যাকুয়াম্যান।’ একই সঙ্গে তিনি এ ছবির খলনায়ক ব্ল্যাক মান্টার অভিনয়ের প্রশংসা করেছেন। আবার কেউ বলেছেন, ‘অ্যাকুয়াম্যানকে ভালোবেসে ফেলেছি। অবশ্যই ছবিটি ডিসি ইউনিভার্সের এ যাবৎকালের সেরা ছবিগুলোর একটি’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close