বিনোদন প্রতিবেদক

  ২৯ নভেম্বর, ২০১৮

আরটিভিতে ‘ধূসর আকাশ’

অয়ন একজন তরুণ নাট্যনির্মাতা, যিনি নিজেকে নাট্যনির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সংগ্রাম করে যাচ্ছেন। ঢাকা শহরে মেসে থেকে আর্থিক সংকটের মধ্য দিয়ে ও সমাজের নানা কটাক্ষ সহ্য করেও তার চেষ্টা অব্যাহত রাখছে। অয়নের গার্লফ্রেন্ড তিথি, যার সঙ্গে অয়নের আট বছরের রিলেশন। কিন্তু সেই রিলেশনশিপে এখন তিক্ততাই বেশি। কারণ মাস্টার্স কমপ্লিট হয়ে গেলেই তিথির বিয়ে হয়ে যাবে, ছেলে বাবার পছন্দে। কিন্তু অয়ন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা না করে মিডিয়ার পেছনে সময় নষ্ট করছে। এই নিয়ে তিথি অয়নের ওপর ভীষণ বিরক্ত। তিথি একদিন অয়নকে বলে তিথি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ে অয়নকে কখনো ভালোবাসত না। এরপরই একদিন হঠাৎ অয়নকে বৃষ্টি নামে একটি মেয়ে ফোন দেয়। যে মেয়েটি তেরো বছর ধরে অয়নকে ভালোবেসে আসছে এবং খুঁজে আসছিল। অবশেষে অয়নের দেখা পায়। বৃষ্টি অয়নের মিডিয়া লাইনকে খুবই পছন্দ করে। খুব অদ্ভুতভাবে তিথির অয়নের যা যা অপছন্দ, বৃষ্টির ঠিক সেগুলোই পছন্দ। ধীরে ধীরে অয়নের সঙ্গে বৃষ্টির একটি ভালো সম্পর্ক তৈরি হয়। এমন একটি গল্প নিয়েই এগিয়েছেন ‘ধূসর আকাশ’ শিরোনামের একটি একক নাটকের গল্প। মহিদুল মহিমের চিত্রনাট্য ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। এতে অয়ন চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব, তিথি চরিত্রে নীলাঞ্জনা নীলা ও বৃষ্টি চরিত্রে অভিনয় করেছেন তাবাসসুম মিথিলা। আজিম খানের প্রযোজনায় নাটকটি আজ রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close