বিনোদন প্রতিবেদক

  ১৪ নভেম্বর, ২০১৮

ভারতে গাইবেন সিঁথি সাহা

এই সময়ের কণ্ঠশিল্পী সিঁথি সাহা ভারতের কলকাতায় অবস্থিত যাদপুর বিশ্ববিদ্যালয়ে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন। আগামী ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়টিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা কলকাতা মৈত্রী সম্মেলন’। বিষয়টি নিশ্চিত করেছেন ‘ঢাকা কলকাতা মৈত্রী সমিতি’র সাধারণ সম্পাদক মো. আরিফ ইকবাল। ‘তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া সহযোগিতা’য় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিঁথি সাহার সংগীত পরিবেশনের বিষয়টি তার সঙ্গে গতকালই যোগাযোগ করে নিশ্চিত করা হয়েছে। ২৩ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়টির গান্ধী ভবনে গাইবেন সিঁথি সাহা। সিঁথি সাহা বলেন, দেশের বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে সংগীত পরিবেশন করতে যাওয়া আমার প্রথম। যেহেতু বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করতে আমাকে সেখানে নিমন্ত্রণ জানানো হয়েছে তাই যেসব গানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা যায় সেসব গানই পরিবেশন করার চেষ্টা থাকবে আমার। আবার আমার নিজের কিছু গান, শ্রোতা দর্শকের অনুরোধের গানও গাইতে পারি। অনুষ্ঠানের আয়োজকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়েছেন। একজন বাংলাদেশী সংগীতশিল্পী হিসেবে আমি ভীষণ গর্ববোধ করছি। মো. আরিফ ইকবাল জানান বাংলাদেশ থেকে শুধু সিঁথি সাহাই এই নিমন্ত্রণ পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংগীত পরিবেশন করার। জীবনে প্রথম যে গানের সুর করেছেন সেই গানেই কণ্ঠ দিয়ে সিঁথি অর্জন করেছেন আধুনিক গানের শ্রেষ্ঠ সংগীতশিল্পীর পুরস্কার। গেল ২১ সেপ্টেম্বর তার হাতে তুলে দেয়া হয় ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০১৮’র আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার। ‘আঙ্গুল ছুঁয়েছে আঙ্গুল তোমার’ গানটি সুর করার জন্য এই পুরস্কারে ভূষিত হন তিনি। এটিই তার জীবনের প্রথম সুর করা গান। ‘আঙ্গুল ছুঁয়েছে’ গানটি লিখেছেন কবির বকুল। সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। ছোটবেলায় সিঁথি চারবার রবীন্দ্রসংগীতে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। আবারো সিঁথি রবীন্দ্র সংগীতের একটি অ্যালবাম নিয়ে শ্রোতা দর্শকের মধ্যে হাজির হতে যাচ্ছেন। রবীন্দ্রনাথের আটটি গানের মূল সুর ঠিক রেখে কলকাতার অমিত চ্যাটার্জির সংগীতায়োজনে এরই মধ্যে আটটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন সিঁথি সাহা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close