বিনোদন ডেস্ক

  ২৬ অক্টোবর, ২০১৮

ভক্তদের কৃতজ্ঞতা জানালেন ব্রিটনি

সংগীতে বিশ্বজুড়ে খ্যাতি অর্জনকারী মার্কিন শিল্পী ব্রিটনি স্পিয়ার্স। ইতোমধ্যে এই শিল্পী তার ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ করেছেন। ১৯৯৮ সালের ২৩ অক্টোবর ব্রিটনির প্রথম একক গান ‘বেবি ওয়ান মোর টাইম’ মুক্তি পায়। এ গানেই ব্যাপক জনপ্রিয়তা পায় ব্রিটনি স্পিয়ার্ন।

প্রথম গান প্রকাশের দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট শেয়ার করেছেন ব্রিটনি। দুই দশকের ক্যারিয়ারে ভক্তদের যে ভালোবাসা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ব্রিটিনি স্পিয়ার্স বলেন, ২০ বছর আগে ১৯৯৮ সালের ২৩ অক্টোবর পুরো পৃথিবী শুনেছিল আমার গান। ফলে এই দিনটি যে আমার জন্য কতটা ভালো লাগার, তা বলে বোঝাতে পারব না।

মাত্র ১৬ বছর বয়সে প্রথম গান প্রকাশ হয়েছিল এই শিল্পীর। ‘বেবি ওয়ান মোর টাইম’ গানটি মুক্তির পরপরই বিশ্বের ১৮টি দেশের টপচার্টে জায়গা করে নিয়েছিল। বাংলাদেশেও দারুণ জনপ্রিয় এই শিল্পী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close