বিনোদন প্রতিবেদক

  ২০ অক্টোবর, ২০১৮

আইয়ুব বাচ্চুর অকালপ্রয়াণে তারকাদের শোকগাথা

বাংলাদেশের ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু। রুপালি গিটারের হিরণ¥য় সুরে বিগত চার দশক ধরে দেশের সংগীতজগৎকে মাতিয়ে রেখেছিলেন এই কিংবদন্তি। উপহার দিয়েছেন অনেক কালজয়ী গান। তার অকালপ্রয়াণে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সংগীত, মঞ্চ, চলচ্চিত্র আর টেলিভিশন অঙ্গনের শিল্পী-কলাকুশলীরা এই নক্ষত্রের চিরবিদায়ে শোকাহত। গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ক্রিকেটাররাও। এসব শোকে সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে আইয়ুব বাচ্চুর জন্য শোকগাথা।

১৯৬২ থেকে ২০১৮, আইয়ুব বাচ্চুর একটি ছবিতে তার জীবনের এই সময়কাল উল্লেখ করে জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘খুব খারাপ একটি সংবাদ শুনে দিন শুরু হলো। তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘সত্যি মানতে পারছি না। ছোটবেলা থেকেই আমি বাচ্চু ভাইয়ের ভক্ত। সেদিনও টিভিতে তার কনসার্ট দেখছিলাম। এটা কী হয়ে গেল! সবাইকে চলে যেতে হবে একদিন। এটাই বাস্তবতা।’

অভিনেত্রী পূর্ণিমা তার ফেসবুক প্রোফাইল ও কভার পিকচারে দিয়েছেন আইয়ুব বাচ্চুর ছবি। শোক জানাতে আরেক অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বেছে নিয়েছেন আইয়ুব বাচ্চুর গাওয়া গানের লাইন ‘মনে রেখ তুমি, কত রাত কত দিন, শুনিয়েছি গান আমি ক্লান্তিবিহীন।’

আইয়ুব বাচ্চুর সঙ্গে গত ১৬ অক্টোবর রংপুরে কনসার্টের ফাঁকে তোলা একটি সেলফি শেয়ার করেছেন কণ্ঠশিল্পী কণা। তিনি উল্লেখ করেন, ‘বাচ্চু ভাইয়ের সঙ্গে তোলা এটাই শেষ ছবি ছিল পরশু দিন রংপুরে। আপনাকে মিস করব ভাই। আমরা একজন অভিভাবক হারিয়েছি।’

চিরকুট ব্যান্ডের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘আমাদের গানের পাখি, বাংলা ব্যান্ডের কিংবদন্তি আমাদের আইয়ুব বাচ্চু ভাই, এলআরবির আইয়ুব বাচ্চু ভাই, বাংলাদেশের আইয়ুব বাচ্চু ভাই, আমাদের সবার মাথার ছায়া এবি আর নেই! আজ বাংলাদেশের কষ্টের দিন, কাঁদার দিন। আজ পৃথিবীর কষ্টের দিন। সৃষ্টিকর্তা আমাদের ভালোবাসার, আদরের, শ্রদ্ধেয় প্রিয় এই শিল্পীর আত্মার শান্তি দিন।’

চিত্রনায়ক শাকিব খানের ভেরিফায়েড ফ্যান পেজে দেওয়া হয়েছে, ‘ওপারে ভালো থাকবেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু।’ এদিকে গীতিকবি সোমেশ্বর অলি লেখেন, নিজের কবিতা থেকে, ‘কবি মরে যায়, কোকিল মরে যায়, পৃথিবী ভরে ওঠে ঝরাপাতায়।’

আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এই রুপালি গিটার ফেলে/একদিন চলে যাব দূরে, বহুদূরে...’ এই দুই লাইন উল্লেখ করে অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘আইয়ুব বাচ্চু, আমার মতো আরো অনেকের কৈশোর সুরের মায়াজালে বন্দি করে রাখার জন্য আপনাকে ভালোবাসা। ভালো থাকুন আকাশের তারায়।’

আইয়ুব বাচ্চুকে উদ্দেশ করে মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ লিখেছেন, ‘সুরের মূর্ছনায় লাখো হৃদয় ছুঁয়েছেন আপনি। আপনার মৃত্যুতে আমি গভীর শোকাহত।’

কয়েক দিন আগে মুক্তি প্রতীক্ষিত ‘দেবী’র জন্য শুভকামনা জানিয়েছিলেন আইয়ুব বাচ্চু। সেদিন ছবিটির দুই অভিনেত্রী জয়া আহসান ও শবনম ফারিয়াকে পাশে রেখে শুভেচ্ছা বার্তা দেন তিনি। ‘দেবী-মিসির আলী প্রথমবার’ পেজে ওই ভিডিও শেয়ার করে বলা হয়েছে, ‘প্রিয় আইয়ুব বাচ্চু, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্যও ‘দেবী’ চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা।’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘কখনো চলে গেলে টাইমলাইন জুড়ে টের পাওয়া যায় মানুষটা কতটা বেশি করে ছিল। কখনো কখনো তাই না থাকাটাও হয়ে ওঠে থাকার অনেক বড় স্বাক্ষর। মানুষ হয়তো তাই চলে যায়। সকালে এক ভাইয়ের ফোন পেয়ে ঘুম ভাঙল। তারপর আধঘণ্টা চুপচাপ বসে আছি। স্মৃতি আর বর্তমানের ঢেউয়ে হতবিহ্বল। দূরদেশের হোটেলে বসে ফেসবুকের টাইমলাইন দেখে দেখে এই কথাগুলোই মনে হলো শুধু। আরো কত কত স্মৃতি আঁকড়ে ধরছে এবং আঁকড়ে ধরছে ভয়।’

সংগীতশিল্পী তাহসান খান ‘বিধাতা যখন তোমার হাতে/কোটি হৃদয়ে আন্দোলন/ফিরিয়ে নিল সেই বিধাতা/আজ বুক চিরে শুধু আস্ফালন’ পোস্ট করে লিখেছেন, ‘আজ আর কবিতাটা পোস্ট করছি না। বাচ্চু ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

সামিনা চৌধুরী শুধু লিখছেন, ‘কী শুনলাম! বাচ্চু ভাই।’ আইয়ুব বাচ্চুর ছবি পোস্ট করে চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘ভালো থাকুন সম্রাট। শান্তিতে থাকুন।’

ইমরান মাহমুদুল গানে গানে শ্রদ্ধা জানিয়েছেন, দুদিনের এই সংসারে/কেউ আগে কেউ পরে/চলে যাবে সব ছেড়ে/শুধু ঘরটা রয় পড়ে। এরপর তিনি আরেকটি পোস্টে ঘোষণা দেন এই বলে, শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাইয়ের মৃত্যুতে আজ পুরো সংগীতাঙ্গন শোকাহত। তাই আজ আমার ‘মেঘের ডানা’ গানটি মুক্তি পাচ্ছে না।

এ প্রজন্মের অভিনেতা তৌসিফ মাহবুব ২০১২ সালের ৪ জুনের একটি ফেসবুক পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘আইয়ুব বাচ্চু স্যার, আপনার সঙ্গে কাজ করার ছিল সম্মানের। শান্তিতে থাকুন।’ অভিনেত্রী সাদিকা স্বর্ণাও জানালেন, গিটার জাদুকরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

আইয়ুব বাচ্চুর একটি কনসার্টের পরিবেশনার ভিডিও শেয়ার করে চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, ‘এত দ্রুত এত অচেনা হয়ে যাবেন ভাবতে পারিনি। বলেছিলেন অনেক আড্ডা হবে, আর তো হবে না ভাই! আমাদের ছেড়ে চলে গেলেন রকস্টার আইয়ুব বাচ্চু ।’

অভিনেতা ফজলুর রহমান বাবু লিখেছেন, ‘বাচ্চু ভাই, কেন এত সকালে রুপালি গিটার ফেলে চলে গেলেন?’ ‘রক লিজেন্ড আইয়ুব বাচ্চু’ হ্যাশট্যাগ জুড়ে দিয়ে সংগীত পরিচালক জেকে লিখেছেন, ‘কোটি বাঙালির বুকে আপনি ছিলেন, থাকবেন আজীবন।’

গীতিকার হাসান মতিউর রহমান লিখেছেন, ‘এবি, ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে, রবে তুমি।’ আইয়ুব বাচ্চুর ‘মাকে বলিস’ গানটির ইউটিউব লিংক শেয়ার করে নাট্যকার-চিত্রশিল্পী শিবু কুমার শীল লিখেছেন, ‘বিদায় মায়েস্ত্রো।’

সংগীতশিল্পী শফিক তুহিন লিখেছেন, ‘কী করে বোঝাব নিজেকে বাচ্চু ভাই আর নেই। বস, আজ আমি যেখানে আছি, সেটা শুধু আপনারই জন্য...।’

সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হকের মন্তব্য, আজ ১৮ অক্টোবর বাংলাদেশি রক সংগীতের জন্য গভীর বেদনার দিন। তিনি ছিলেন আমার বন্ধু, বড় ভাই, দীর্ঘদিনের মেন্টর ও শুভকাক্সক্ষী।’

শোক জানিয়েছেন নাটক, সিনেমা ও সংগীতের প্রায় সাবই। এ ছাড়া স্টার সিনেপ্লেক্স, সিএমভি, সিডি চয়েস, জাজ মাল্টিমিডিয়া, ব্যান্ড শিরোনামহীন, বামবাসহ বিভিন্ন ব্যান্ড ও প্রতিষ্ঠানের ফেসবুক পেজেও শোক জানানো হয়েছে এই কিংবদন্তির অকালপ্রয়াণে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close